বঙ্গ BJP নেতৃত্বকে ‘কথা কম, কাজ বেশি’-র তোপ নাড্ডার?
গত শনিবার নাড্ডা একটি কোর কমিটির বৈঠকে বঙ্গ BJP-র প্রতি তার অসন্তোষ প্রকাশ করেছিলেন বলে খবর প্রকাশ করেছে একটি ইংরেজি সংবাদ মাধ্যম।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিজেপি জাতীয় সভাপতি জেপি নাড্ডা বাংলায় তাঁর সাম্প্রতিক সফরের সময় দলের রাজ্য নেতৃত্বের কাছে মাঠ পর্যায়ে পার্টি ক্যাডারের সাথে কাজ করার নির্দেশ দিয়েছেন বলে সংবাদমাধ্যম সূত্রের খবর।
গত শনিবার নাড্ডা একটি কোর কমিটির বৈঠকে বঙ্গ BJP-র প্রতি তার অসন্তোষ প্রকাশ করেছিলেন বলে খবর প্রকাশ করেছে একটি ইংরেজি সংবাদ মাধ্যম। সোমবার নাড্ডার সফর শেষ হয়।
জানা যাচ্ছে যে বিজেপি জাতীয় সভাপতি নাকি বলেছেন যে বাংলায় দলীয় নেতাদের এখন সাংগঠনিক পর্যায়ে কাজ করতে হবে। রাজ্য সরকারের সমস্যা তুলে ধরে বা তৃণমুল নেতাদের বিরুদ্ধে চিৎকার করে তাঁরা জনগণের সমর্থন পেতে পারেন না।
নাড্ডা নাকি এও বলেছেন যে তৃণমূল সরকারের বিরোধিতা করার সময় বিকল্প আখ্যান সম্পর্কে কথা বলা গুরুত্বপূর্ণ ছিল। সহজ কথায়, তাঁদের বেশি কাজ করতে হবে এবং কম কথা বলতে হবে।