রাখী পূর্ণিমায় আপনার ভাই বা বোনকে শোনান এই গানগুলি
আজ রাখী পূর্ণিমা।বাংলা বাদে প্রায় পুরো দেশেই হিন্দু সমাজ রাখী উৎসব, ভাই-বোনের মিলন উৎসব হিসেবে পালিত হয়। বোন, ভাইয়ের মঙ্গল কামনায় তার হাতে রাখী বেঁধে দেয়। আর ভাই সারা জীবন বোনকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয়।
এই পুণ্য লগ্নে শুনে নিন এই গানগুলিঃ
মেরে ভাইয়া মেরে চান্দা (১৯৬৫)
কাজল সিনেমার ভাইকে নিয়ে বোনের গাওয়া এই অসাধারণ গানটি গেয়েছেন আশা ভোসলে।
ভাইয়া মেরে রাখী
ছোটি বেহেন সিনেমার এই সুন্দর গানটি গেয়েছেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর।
বেহনানে ভাইকি কালাই সে (১৯৭৪)
রেশম কি ডোরি সিনেমায় ভাই-বোনের মধুর সম্পর্ক নিয়ে এই গানটি গেয়েছেন সুমন কল্যাণপুর।
চান্দা রে মেরে ভাইয়া
চাম্বাল কি কাসাম সিনেমার এই গানটি গেয়েছেন লতা মঙ্গেশকর।
ফুলো কা তারো কা
জনপ্রিয় সিনেমা হারে রাম হারে কৃষ্ণার এই ততোধিক জনপ্রিয় গানটি গেয়েছেন সুর সম্রাট কিশোর কুমার।
রাখী ধাগো কা
রাখী সিনেমায় গানটি গেয়েছেন মহম্মদ রফি।
হাম বেহেনকে লিয়ে
আঞ্জানা সিনেমায় রাখী বন্ধনের এই গানটি গেয়েছেন লতা মঙ্গেশকর।
দেখ সাকতা হু
মাজবুর সিনেমায় এই ‘ইমোশানাল’ গানটি গেয়েছেন কিশোর কুমার।