রাজ্য বিভাগে ফিরে যান

কলকাতায় কোন যুদ্ধজাহাজ উদ্বোধন করলেন রাষ্ট্রপতি? কেমন তার শক্তি?

August 17, 2023 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বৃহস্পতিবার কলকাতা সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হুগলি নদীর তীরে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের (GRSE) উন্নত স্টিলথ ফ্রিগেট ‘বিন্ধ্যগিরি’র উদ্বোধন করলেন। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন।

নৌবাহিনীর জন্য ‘প্রজেক্ট ১৭ আলফা’-এর অধীনে নির্মিত সাতটি জাহাজের মধ্যে এটি ষষ্ঠ।এই প্রকল্পের প্রথম পাঁচটি জাহাজ ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে চালু করা হয়েছিল। এটি তৃতীয় এবং শেষ স্টিলথ ফ্রিগেট যা কলকাতা ভিত্তিক যুদ্ধজাহাজ নির্মাতা প্রকল্পের অধীনে নৌবাহিনীর জন্য নির্মাণের জন্য চুক্তিবদ্ধ হয়েছিল।

অত্যাধুনিক জাহাজটিতে অত্যাধুনিক গ্যাজেট লাগানো হবে এবং ভারতীয় নৌবাহিনীর কাছে পরিষেবাতে কমিশনের জন্য হস্তান্তর করার আগে এটি ব্যাপক পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যাবে।

P17A জাহাজগুলি গাইডেড মিসাইল ফ্রিগেট, যার প্রতিটি ১৪৯ মিটার দীর্ঘ, প্রায় ৬,৫৭০ টন স্থানচ্যুতি এবং ২৮ নট গতি। এই জাহাজের মিসাইলগুলি এগুলি বায়ু, স্থল এবং উপ-পৃষ্ঠের আক্রমণকে থামাতে সক্ষম।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #President of India, #Droupadi Murmu, #INS Vindhyagiri

আরো দেখুন