রাজ্য বিভাগে ফিরে যান

হঠাৎ বদলে গেল আবহাওয়া! আজও কি বৃষ্টিতে ভিজবে বাংলা?

August 18, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কেটে গেছে নিম্নচাপের গেরো। আজ শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে বাংলায়। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে হতে পারে বজ্রপাত। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিক। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করতে পারে।

দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়ায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝিরি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

উত্তরবঙ্গের সব জেলাতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ১৯ ও ২০ অগাস্ট শনিবার ও রবিবার আবহাওয়া একই থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ২১ তারিখ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি পাঁচ জেলায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি জারি থাকবে।

শুক্রবারের পর বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। তাপমাত্রা উল্লেখযোগ্য ভাবে না বাড়লেও সামান্য বাড়তে পারে। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় জনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। কলকাতায় আকাশ মূলত মেঘলা থাকবে শুক্রবার। দু এক পশলা বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতার সর্বোচ্চ থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Kolkata, #Weather forecast, #Weather Update

আরো দেখুন