কোন ইস্যুতে উত্তাল হতে পারে পশ্চিমবঙ্গ বিধানসভার বর্ধিত বাদল অধিবেশন?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী ২২ আগস্ট থেকে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভার বর্ধিত বাদল অধিবেশন। মনে করা হচ্ছে, নানান বিষয়কে কেন্দ্র করে আসন্ন অধিবেশনে উত্তাল হতে পারে বাংলার বিধানসভা। মনে করা হচ্ছে, শাসক দল তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী দল বিজেপির মোশন ও কাউন্টার-মোশনকে ঘিরে রাজ্য আইনসভায় ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে।
তৃণমূলের দলীয় অভ্যন্তরীণ সূত্র মারফত খবর মিলেছে, বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের কার্যকলাপের বিরুদ্ধে বিধানসভায় একটি প্রস্তাব আনার পরিকল্পনা করছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। সাম্প্রতিক সময়ে, উপাচার্য নিয়োগ থেকে শুরু করে পঞ্চায়েত নির্বাচন, বার বার সংঘাতে জড়িয়েছে রাজ্য ও রাজ্যপাল। বঙ্গের গেরুয়া শিবিরের সঙ্গে তাঁর সখ্যতা জগদীপ ধনখড় আমলের স্মৃতি উস্কে দিচ্ছে। ফলে মনে করা হচ্ছে, বিধানসভায় প্রস্তাব এনে রাজ্যপালের বিরুদ্ধে সাংবিধানিকভাবে পদক্ষেপ করতে চলেছে বাংলার শাসক দল।