ফের আসতে চলেছে কোভিডে’র মতো মহামারি! ঠিক কী জানাল ‘হু’?

শুক্রবার থেকে গুজরাটের গান্ধীনগরে শুরু হয়েছে জি-২০ গোষ্ঠীর দেশগুলির স্বাস্থ্য মন্ত্রীদের বৈঠক।

August 18, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুক্রবার থেকে গুজরাটের গান্ধীনগরে শুরু হয়েছে জি-২০ গোষ্ঠীর দেশগুলির স্বাস্থ্য মন্ত্রীদের বৈঠক। ভারত এ বছর এই গোষ্ঠীর সভাপতিত্ব করছে। দেশের নামের ইংরেজি আদ্যক্ষর অনুযায়ী গোষ্ঠীভুক্ত দেশগুলিকে সভাপতিত্ব করার দায়িত্ব দেওয়া হয়।

এই সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল ঘেব্রেয়েসুস বলেন, কোভিডের মতো মহামারী আসতে পারে আবার। তাই সতর্কতা বজায় রাখা দরকার। তনি বলেন, ‘‘কোভিড-১৯ এখন আর বিশ্ব স্বাস্থ্য জরুরি পরিস্থিতি নয়। কিন্তু বিশ্বে মহামারী ডেকে আনার আশঙ্কা রয়ে গিয়েছে সংশ্লিষ্ট ভাইরাসের কারণে। ভাইরাস নতুন নতুন প্রকরণ তৈরি করেছ। তা নিয়ে নজরদারি করা হচ্ছে। সব দেশের উচিত নজরদারি প্রক্রিয়ায় সমন্বয় তৈরি করা।’

মহামারী জনিত অভিন্ন বোঝাপড়া বা ‘প্যানডেমিক অ্যাকর্ড’ চূড়ান্ত করা জন্য জি-২০ দেশগুলির কাছে আহ্বান জানিয়েছেন ‘হু’ প্রধান। বিশ্ব স্বাস্থ্য সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী বছর। সম্মেলনে এই সমঝোতা, সে ক্ষেত্রে, গ্রহণ করা সুবিধাজনক হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen