যাদবপুরকাণ্ডে ধৃত ৩ পড়ুয়াকে ১২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আলিপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র হত্যা মামলায় আজ আদালতে পেশ করা তিনজনকে ৩১শে আগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠিয়েছে।
আজ শনিবার তাঁদের আদালতে হাজির করানো হলে পুলিশের তরফে জানানো হয়, ধৃতেরা তদন্তকে বিপথে চালনা করার চেষ্টা করছেন। তাঁদের প্রত্যেককে ‘সফল অপরাধী, কিন্তু ব্যর্থ অভিনেতা’ বলে উল্লেখ করেছেন সরকার পক্ষের আইনজীবী। এছাড়াও বলা হয়েছে ধৃতদের বয়ানে অসঙ্গতি রয়েছে। তদন্তের অভিমুখ বদলাতে চাইছেন এই তিন অভিযুক্ত।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রাক্তনী শেখ নাসিম আখতার, গণিত বিভাগের প্রাক্তনী হিমাংশু কর্মকার এবং কম্পিউটার সায়েন্সের চতুর্থ বর্ষের ছাত্র সত্যব্রত রায়কে শনিবার আলিপুর আদালতে তোলা হলে তাঁদের হেফাজতে চায় পুলিশ। প্রসঙ্গত, হোস্টেলের মেসের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সঙ্গেও কথা বলে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছিল বলে দাবি।