রাজ্য বিভাগে ফিরে যান

বঙ্গে দলীয় কোন্দল নিয়ে চিন্তায় বিজেপি’র কেন্দ্রীয় নেতৃত্ব, চালু করল ‘গ্রিভান্স সেল’

August 19, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বঙ্গে গোষ্ঠী কোন্দল থামানোই লোকসভা নির্বাচনের আগে বিজেপির প্রধান চ্যালেঞ্জ বলে মনে করছেন দলেরই কর্মী-সমর্থকদের একাংশ। স্বচ্ছ ভাবমূর্তি নিয়েই ভোটের প্রস্তুতি নেওয়া হোক, চাইছেন তাঁরা। তাঁদের বক্তব্য, গোষ্ঠী কোন্দল না থামানো গেলে এর প্রভাব পড়বে আগামী লোকসভা নির্বাচনে।

পঞ্চায়েত ভোটে ভালো ফল করতে পারেনি বিজেপি। দলীয় সমীক্ষায় জানা গিয়েছে, লোকসভা ভোটের আগে বাংলায় ভালো অবস্থানে নেই বিজেপি। সম্প্রতি জেলা সভাপতি ও মণ্ডল সভাপতি পদে রদবদল করেছে বিজেপি। তারপর থেকেই দলের অন্দরে বেড়েছে কোন্দল। এনিয়ে দলের কর্মীদের ক্ষোভ ক্রমেই বাড়ছে। এই অবস্থায় বিক্ষুব্ধদের সামাল দিতে তৎপর হয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। আগামী বছর লোকসভা নির্বাচন। এরফলে দলে যাতে কোনও প্রভাব না পড়ে তার জন্য জেলায় জেলায় গ্রিভান্স সেল তৈরি করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। এই সেল কর্মীদের অভিযোগ শুনে সমস্যার সমাধান করবে।

প্রসঙ্গত, লোকসভা ভোটে বিজেপিকে হারাতে INDIA জোট গঠন করেছে বিরোধীরা। এই অবস্থায় লোকসভায় ভালো ফল করতে গেলে দলের অন্দরের কোন্দল কোনওভাবেই যে চলবে না তা মেনে নিয়েছে বিজেপির একাংশ। তাই নিয়ে দলের কোন্দল মেটাতে তৎপর হয়েছে শীর্ষ নেতৃত্ব। দলের মধ্যে কোন্দল থাকলেও যাতে তা প্রকাশ্যে না এসে সমাধান করা যায়। সেই চেষ্টায় করতে বলেছেন কেন্দ্রীয় নেতৃত্ব। তবে সেক্ষেত্রে জেলা স্তরের নেতারা সংগঠন নিয়ে এককভাবে কোনও সিদ্ধান্ত নিতে পারবেন না। এ বিষয়ে সাহায্য কমিটির অনুমোদনের পরে সিদ্ধান্ত হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Loksabha Election 2024, #Inter Clash, #bjp, #west bengal BJP, #Grievance Cell

আরো দেখুন