সুখবর! এবার রাজ্যের ৭৫ লক্ষ কৃষকই ফসল বিমার আওতায়
প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার শরিক না হওয়ায় বিভিন্ন সময় কেন্দ্রের সমালোচনার মুখে পড়েছে রাজ্য। এ বার রাজ্যের প্রায় ৭৫ লক্ষ কৃষককে বিমার আওতায় আনার সিদ্ধান্ত নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
কৃষি দফতরের দাবি, গতবার রবি চাষের সময় ৪০ লক্ষ চাষিকে রাজ্যের বিমার আওতায় আনা হয়েছিল। এখন আউস, আমন, পাট ইত্যাদির চাষ শুরু হয়ে গিয়েছে। ফলে এ বার বিমা পরিষেবায় সব কৃষককেই অন্তর্ভুক্ত করার জোরদার চেষ্টা চলছে। কেন্দ্রের প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা থেকে আগেই বেরিয়ে এসেছে রাজ্য। তাদের অভিযোগ, কেন্দ্রের প্রকল্পে প্রিমিয়ামের ২৫ শতাংশ কৃষককে দিতে হয়। রাজ্য ২৫ শতাংশ ও কেন্দ্র ৫০ শতাংশ টাকা দেয়। নিজেদের বিমা প্রকল্পে একশো শতাংশ প্রিমিয়াম দেয় রাজ্য সরকার। কৃষককে প্রিমিয়ামের বোঝা বইতে হয় না।
শুরুতে শুধু স্যাটেলাইট সমীক্ষার উপরেই নির্ভর করবে না রাজ্য। এর পাশাপাশি সরাসরি গিয়েও ক্ষয়ক্ষতির পরিমাপ করা হবে। দু’টি তথ্য যাচাই করে তা কৃষকদের জানানো হবে। কৃষিকর্তাদের দাবি, এতে ক্ষতিপূরণ নিয়ে ধোঁয়াশা তৈরির অবকাশ থাকবে না।