কী হল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের? অসুস্থতা নিয়ে কী জানালেন তিনি?

অটোগ্রাফের গানের ছন্দের পরিচালক সৃজিত জানালেন, তিনি ডেঙ্গু আক্রান্ত। আগেই পরিচালকের সোশ্যাল মিডিয়া পোস্টে অনুমান করা হয়েছিল, তিনি ডেঙ্গু আক্রান্ত। সত্যি হল সেই জল্পনা।

August 20, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
সৃজিত মুখোপাধ্যায়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অটোগ্রাফের গানের ছন্দের পরিচালক সৃজিত জানালেন, তিনি ডেঙ্গু আক্রান্ত। আগেই পরিচালকের সোশ্যাল মিডিয়া পোস্টে অনুমান করা হয়েছিল, তিনি ডেঙ্গু আক্রান্ত। সত্যি হল সেই জল্পনা।

আসন্ন ছবি দশম অবতারের শুটিং শেষ করার পরই জ্বরে নাকি কাহিল হন পরিচালক। ছবির কিছু অংশের শুটিংয়ের জন্য বৃহস্পতিবার উত্তরবঙ্গেও যাওয়ার কথা ছিল ছবির টিমে। কিন্তু পরিচালকের শরীর খারাপ হাওয়ার জেরে শুটিং শিডিউল বাতিল হয়। বুধবার ফেসবুকে সৃজিত লেখেন, “অন্ধকার নামছে, খুব অন্ধকার…”।

সৃজিতের প্রবল জ্বরকে কেন্দ্র করে টলিপাড়ায় জল্পনা ছড়ায়, পরিচালকের ডেঙ্গু হয়েছে। এরপরই তিনি ডেঙ্গু টেস্ট করিয়েছিলেন এবং শনিবার রিপোর্ট পজিটিভ আসে। আপাতত, চিকিৎসকদের পরামর্শে পরিচালক বিশ্রামেই রয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen