২৫ নাকি ৩৫? বঙ্গে BJP-র টার্গেট নিয়ে কোন্দলে কোন কেন্দ্রীয় গেরুয়া নেতারা?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলায় একুশের বিধানসভা নির্বাচনে ডবল সেঞ্চুরি হাঁকিয়ে সরকার গড়ার ডাক দিয়েছিলেন মোদী, শাহরা। কিন্তু সে আশা পূর্ণ হয়নি। ৭৭-এ এসেই গেরুয়া দলের দৌড় থেমেছিল, তারপর থেকে কেবলই রক্ত ক্ষয় হয়েছে গেরুয়া শিবিরের। কিন্তু লোকসভা ভোটের আগে ফের একবার বাংলায় ঝাঁপিয়ে পড়তে চাইছে বিজেপি। এবার আমিত শাহর দাবি করেছেন, আসন্ন লোকসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপি ৩৫টির বেশি আসন পাবে। মোদীর মন্ত্রিসভায় শাহর সতীর্থ ধর্মেন্দ্র প্রধান দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সহমত নন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর মতে, বাংলায় বিজেপি ২৫টি আসনে বিজেপি জিততে চলেছে। বছর ঘুরলেই লোকসভা ভোট, কিন্তু তার আগে, আসন জয়কে কেন্দ্র করে স্বরাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর মতবিরোধ প্রকাশ্যে আসায় বঙ্গ বিজেপি অস্বস্তিতে পড়েছে।
রবিবার, একাধিক রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে যোগ দিতে কলকাতায় এসেছিলেন ধর্মেন্দ্র প্রধান। প্রসঙ্গত, আসন্ন লোকসভা নির্বাচনে যাদবপুর ও কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের দায়িত্বে রয়েছেন তিনি। শোনা যাচ্ছে, সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পদাধিকারীদের বৈঠকে ২৫টি আসনে জয়ের কথা জানান তিনি। কলকাতা দক্ষিণ নিয়ে আগ্রহ না থাকলেও, যাদবপুর লোকসভা কেন্দ্রে জয়ের বিষয়ে আশাবাদী ধর্মেন্দ্র। জেলা নেতৃত্বকে তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় সমীক্ষা অনুযায়ী, যাদবপুরে বিজেপির জয়ের সম্ভাবনা নাকি উজ্জ্বল। যদিও বাস্তবে, ওই কেন্দ্রে ৩০ শতাংশ বুথে সভাপতিই নেই। অন্যদিকে, কলকাতা দক্ষিণ আসনটি ৪০ শতাংশ বুথ সভাপতিহীন। ফলে, ২৫ আসনে কীভাবে জয় আসবে, তা নিয়ে বিজেপির নিচুতলার কর্মীরা সংশয়ে।