2023 FIFA Women’s World Cup : কী বলছে পরিসংখ্যান?

মেয়েদের ফুটবল বিশ্বকাপের আসর বসেছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে।

August 21, 2023 | 2 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: SportsKhabri

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শেষ হয়েছে 2023 FIFA Women’s World Cup , রবিবারের সিডনির দখল নিয়েছিল স্প্যানিস আর্মাডা।
ইংল্যান্ডের মেয়েদের ১-০ গোলে হারিয়ে জয়ী হয়েছে স্পেনের মহিলারা। মেয়েদের ফুটবল বিশ্বকাপের আসর বসেছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। সদ্য সমাপ্ত এই বিশ্বকাপে নানান রেকর্ড তৈরি হয়েছে। কেবল গোল আর ম্যাচ জয় নয়, দর্শক সংখ্যাও গড়েছে রেকর্ড।

এক নজরে দেখে নিন কিছু পরিসংখ্যান:

2023 FIFA Women’s World Cup -এ ছয় মহাদেশেরই প্রতিটি দল অন্তত একটি করে হলেও ম্যাচ জিতেছে। যা পূর্ববর্তী কোনও মহিলা ফুটবল বিশ্বকাপে হয়নি।

চীন বনাম ইংল্যান্ড ম্যাচটি গোটা বিশ্বে ৫৩.৯ মিলিয়ন চীনা দর্শক দেখেছে, যা একটি ম্যাচের দর্শক সংখ্যার নিরিখে সর্বকালীন রেকর্ড।

প্রতিদিন গড়ে ২৪ লক্ষ আলাদা আলাদা মানুষ FIFA Women’s World Cup চ্যানেলটি দেখেছেন।

কলম্বিয়ার গ্ৰুপ স্তরের প্রথম ম্যাচটি ২৮.৪ মানুষ টেলিভিশনে দেখেছেন। যা কাতার বিশ্বকাপের (কাতার বিশ্বকাপের ফাইনাল ব্যাতিত) দর্শক সংখ্যার নজিরকেও ভেঙে দিয়েছে।

নিউজিল্যান্ড নরওয়েকে হারানোয়, মহিলাদের বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম ওশিয়ানিয়া মহাদেশের কোনও প্রতিনিধি জয় পেল।

আফ্রিকার কোনও একটি দেশ হিসেবে নাইজেরিয়া, এই প্রথম মহিলাদের বিশ্বকাপে পরাজয়ের মুখ না দেখে গ্ৰুপ চ্যাম্পিয়ন হয়েছে।

মরক্কো প্রথম আফ্রিকার দেশ হিসেবে কোনও গোল হজম না করে, মহিলাদের বিশ্বকাপে পরপর দুই ম্যাচ জিতেছে।

এই প্রথম আফ্রিকা মহাদেশের তিনটি দল বিশ্বকাপের নকআউট পর্বে পৌঁছল, মরক্কো, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা। এর আগে ২০১৯-র মহিলা বিশ্বকাপে আফ্রিকা মহাদেশ থেকে ক্যামেরুন এবং নাইজেরিয়া বিশ্বকাপের নকআউট পর্বে পৌঁছেছিল।

ব্রাজিলের পর কলম্বিয়া দক্ষিণ আমেরিকার দ্বিতীয় দল হিসেবে, মহিলা বিশ্বকাপের গ্ৰুপ পর্ব জিতল।

এই প্রথম অস্ট্রেলিয়া, কলম্বিয়া, সুইৎজারল্যান্ড গ্ৰুপ পর্বে জয় পেল।

জার্মানি, জাপান, নরওয়ে এবং আমেরিকা, বিশ্বকাপের এই চার পূর্ববর্তী বিজয়ী দলের মধ্যে একমাত্র জাপান গ্ৰুপ চ্যাম্পিয়ন হয়েছে। (গ্ৰুপ সি চ্যাম্পিয়ন হয়েছে জাপান, নরওয়ে ও আমেরিকা দ্বিতীয় হয়েছে, জার্মানি তৃতীয় স্থানে শেষ করেছে।)

নিউজিল্যান্ড, ফিলিপিন্স, জাম্বিয়া, পর্তুগাল, জামাইকা, দক্ষিণ আফ্রিকা, মরক্কো, এই প্রথম মহিলাদের বিশ্বকাপে জয় পেল।

মহিলাদের ফিফা ওয়ার্ল্ড কাপের ১০০০ তম গোলটি করেন জাম্বিয়ার বারব্রা ব্যান্ডা। কোস্টারিকার বিরুদ্ধে তিনি গোলটি করেন।

জামাইকা, জাপান এবং সুইৎজারল্যান্ড গ্ৰুপ পর্বে একটি গোলও হজম করেনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen