উত্তরবঙ্গে কমলা সতর্কবার্তা, দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ, রইল UPDATE
আজ, আগামীকাল ও পরশুদিন কমলা সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর।
August 22, 2023
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে চলতি সপ্তাহে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আজ, আগামীকাল ও পরশুদিন কমলা সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর।
উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির ফলে নদীর জলস্তর বেড়ে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। কালিম্পং ও দার্জিলিংয়ে ধ্বস পর্যন্ত নামতে পারে।
কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে সারাদিন মেঘলা আকাশ থাকবে সঙ্গে কিছুটা গরম অনুভব করবে সাধারণ মানুষ। আজ কিছু জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি থাকবে।