উপাচার্যের BJP-যোগ? যাদবপুরে নয়া VC-কে নিয়ে তোলপাড় সমাজমাধ্যম
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পড়ুয়ার রহস্য মৃত্যু ঘিরে তোলপাড় যাদবপুর বিশ্ববিদ্যালয়, গোটা রাজ্যই সরব সমালোচনায়। এই পরিস্থিতিতে নয়া উপাচার্য পেল এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। প্রথম বর্ষের ছাত্র সদ্য পড়তে আসা স্বপ্নদীপের রহস্য মৃত্যুর পরে, একের পর এক প্রশ্নের মুখে পড়ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। কেন দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানের কোনও অভিভাবক নেই? কেন এতদিন ধরে উপাচার্য ছাড়াই চলছে যাদবপুর? উঠছিল প্রশ্ন। এই পরিস্থিতিতে রাজভবন তরফে নতুন উপাচার্য নিয়োগ করা হয়েছে। উপাচার্য হয়েছেন বুদ্ধদেব সাউ। তবে নতুন উপাচার্য নিয়োগের পরও উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই নয়া উপাচার্যের সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতা নিয়ে সমাজমাধ্যমে নানান প্রশ্ন উঠতে শুরু হয়েছে। অভিযোগ উঠছে, গেরুয়াপন্থী অধ্যাপক সংগঠনের সঙ্গে যুক্ত নয়া উপাচার্য।
শনিবার রাতের ঘোষণার পর, রবিবার, ছুটির দিনই তড়িঘড়ি উপাচার্য পদে দায়িত্ব নিয়েছেন বুদ্ধদেব সাউ। তাঁর দায়িত্ব গ্রহণের কথা জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু। নিয়ম রয়েছে, উপাচার্য হতে গেলে, অধ্যাপক হিসেবে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যকে। কিন্তু বুদ্ধদেববাবুর তা নেই। যোগ্যতার মাপকাঠিতে তিনি পিছনে। প্রসঙ্গত, বুদ্ধদেব সাউ ২০১৫ সাল থেকে অধ্যাপনা করছেন। এখানেই সমাজমাধ্যমে প্রশ্ন উঠছে, তবে কি বিজেপির সঙ্গে সখ্যতার মাপকাঠিতেই উপাচার্য পদে বসলেন তিনি? উল্লেখ্য, সংগঠনটি আরএসএস দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষক মহাসংঘের সভাপতির পদে রয়েছে অধ্যাপক সাউ। ২০২১ সালে তিনি ওই পদের দায়িত্ব পান এবং ২০২৪ অবধি তাঁর ওই পদে আসীন থাকার কথা। এমনই জানা গিয়েছে, সমাজমাধ্যমে ভাইরাল হাওয়া বিভিন্ন পোস্টে। ভাইরাল হয়েছে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষক মহাসংঘের সভার কার্যবিবরণী ও কমিটির সদ্যস ও পদাধিকারীদের নামের তালিকা, সেখানে রয়েছে বুদ্ধদেববাবুর নাম ও পদ প্রাপ্তির খবর। যদিও ভাইরাল ছবিগুলির সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি।