রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অ্যান্টি-র‌্যাগিং হেল্পলাইন নম্বর চালু

August 22, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদীপের রহস্য মৃত্যুর পর র‌্যাগিং রুখতে তৎপর রাজ্য। র‌্যাগিং রুখতে ২৪ ঘণ্টার জন্য নতুন হেল্পলাইন নম্বর চালু হল বাংলায়। আজ, মঙ্গলবার পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকেই পুলিশের তরফ থেকে নম্বর প্রকাশ করা হয়েছে, নম্বরটি হল ১৮০০৩৪৫৫৬৭৮। ২২ আগস্ট অর্থাৎ আজ থেকেই, ২৪ ঘণ্টার জন্য খুলে দেওয়া হল জানেনটি। কোনও পড়ুয়া র‌্যাগিংয়ের শিকার হলে ওই নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনও সময় ওই নম্বরে ফোন করা যাবে। ফোন পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট জেলার অ্যান্টি-র‌্যাগিং কমিটিকে বিষয়টি জানানো হবে। তাদেরই তরফে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হবে বলে জানা গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Educational institutions, #anti-ragging helpline

আরো দেখুন