আবাহনীকে হারিয়ে AFC কাপের মূলপর্বে পৌঁছল মোহনবাগান
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ, এএফসি কাপে সাউথ এশিয়া জোনের মূলপর্বে পৌঁছনোর লড়াইয়ে মোহনবাগান মুখোমুখি হয় ঢাকা আবাহনীর বিপক্ষে। গতবার এই আবাহনীকেই যুবভারতীতে ৩-১ গোলে বিধ্বস্ত করেছিল সবুজ মেরুন শিবির। এবারেও যেন একই জিনিস ঘটল, আবাহনীকে ফের ৩-১ গোলে হারাল মোহনবাগান। বাংলাদেশ প্রিমিয়ার লিগে রানার্স হওয়ার পর এএফসি কাপের প্ৰথম কোয়ালিফাইং ম্যাচে আবাহনী ২-১ গোলে জিতেছিল মালদ্বীপের ঈগলসের বিপক্ষে। আজকের ম্যাচে পরাজিত হতেই তারা এএফসি কাপের লড়াই থেকে ছিটকে গেল।
আজকের খেলায় প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল শুরু করে আবাহনী ব্লু। ম্যাচের দু মিনিটের মধ্যেই আক্রমণে ঝাঁপায় সবুজ-মেরুন শিবির। কামিংস পৌঁছে যান আবাহনীর পেনাল্টি বক্সে। ম্যাচের ১৭ মিনিটে গোলের মুখ খোলে আবাহনী। কর্নেলিয়াস এজেকিয়েল মোহনবাগানের গোলে বল জড়িয়ে দেন। কিছুটা চাপে পড়ে যায় মোহনবাগান। ৩৩ মিনিটে কর্নার আদায় করেও সুফল ঘরে তুললে পারেনি জুয়ান ফেরেন্দোর ছেলেরা। ৩৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান জেসন কামিংস। প্রথমার্ধ শেষ হয় ১-১-এ। ৫৮ মিনিটে মিলাদের সেম সাইড গোলে এগিয়ে যায় মোহনবাগান। ৬০ মিনিটে ফের গোল করে মোহনবাগান, সাদিকুর গোলে ব্যবধান বেড়ে হয় ৩-১। সর্বশেষ ফলাফল হয় ৩-১। ফলে এএফসি কাপের মূল পর্বে পৌঁছল মোহনবাগান।