চন্দ্রযান-৩-এর সাফল্যকে গুরুত্ব দিয়ে দেশে চালু হল নতুন ‘কল সাইন’, বিষয়টা কী?

ভারতসহ পৃথিবীর প্রায় সব দেশেই রয়েছেন অ্যামেচার বা হ্যাম রেডিও অপারেটররা।

August 24, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বুধবার চন্দ্রযান-৩-এর সফল অবতরণের পর অভিনব এক সিদ্ধান্ত নিল কেন্দ্রের যোগাযোগ মন্ত্রক। দেশব্যাপী নতুন কল সাইন চালু হল।

কল সাইন বিষয়টা কী? বিদেশি অ্যামেচার অপারেটরদের সঙ্গে কথা বলতে গেলে প্রথমেই পরিচয় দিতে হয়। সেই পরিচয়ই হল কল সাইন। প্রত্যেক দেশের কল সাইন পৃথক। যেমন, ভারতের কল সাইন হল ‘ভিইউ’। এবার চন্দ্রযান-৩-এর ঐতিহাসিক সফল্যকে স্বীকৃতি দিতে ৩০ আগস্ট পর্যন্ত হ্যাম অপারেটররা ভিইউ-এর সঙ্গে ‘৩-সিওয়াই’ বিশেষ কল সাইন জুড়ে ব্যবহার করবেন।

ভারতসহ পৃথিবীর প্রায় সব দেশেই রয়েছেন অ্যামেচার বা হ্যাম রেডিও অপারেটররা। বিশ্বের যেকোনও প্রাকৃতিক বিপর্যয়ে উদ্ধারকার্য চালানোর জন্য এবং জরুরিকালীন পরিস্থিতিতে হ্যাম অপারেটররা কাজ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ’৭১ এর মুক্তিযুদ্ধ, সর্ব শেষ রাশিয়া-ইউক্রেন যুদ্ধেও কাজ করেছেন তাঁরা। তাই সব দেশেই হ্যামেদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস বলেন, চন্দ্রযান-৩-এর সাফল্যে আমরা গর্বিত। স্পেশাল কল সাইন আমাদের কাছে খুবই গর্বের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen