← বিনোদন বিভাগে ফিরে যান
সেরা বাংলা ছবি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেল রাজদীপ ও শর্মিষ্ঠার ‘কালকক্ষ’
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ঘোষিত হল ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সেরা বাংলা ছবি হিসেবে পুরস্কার জিতেছে রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতির ‘কালকক্ষ’। ১১৬ বছরের পুরনো প্রযোজনা সংস্থা আরোরা ফিল্মস প্রায় চার দশক পর কালকক্ষের মাধ্যমে প্রযোজনায় ফিরেছে। অতিমারির সময়ের দলিল হয়ে উঠেছে ছবিটি। অতিমারিই ছবির চিত্রনাট্যের প্রেক্ষাপট। ডাক্তারকে এনে গৃহবন্দি করে ফেলেন মেজ মামণি (ছবির চরিত্র), তিন মামণি আর এক ডাক্তারের ভিন্ন ধর্মের গল্পের ছবিটিই জিতল জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
অন্যদিকে, বঙ্গসন্তান সুজিত সরকারের পরিচালিত ছবি সর্দার উধম জিতেছে সেরা হিন্দি ছবির পুরস্কার। সোমনাথ মণ্ডলের রুখু মাটির দুখু মাঝি ছবিটি নন-ফিচার বিভাগে সেরা বায়োগ্রাফিক্যাল ছবির পুরস্কার পেয়েছে।