বিনোদন বিভাগে ফিরে যান

ঘোষিত হল ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার, কাদের হাতে সেরার শিরোপা?

August 24, 2023 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ, বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ ঘোষণা করা হয় ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপকদের নাম। ২৮ টি ভাষার ২০০-র অধিক ছবির মধ্যে হাড্ডাহাডি লড়াই চলে। বিগত বছরের সবচেয়ে আলোচিত ছবি আরআরআর-র ঝুলিতে গিয়েছে সেরা জনপ্রিয় ছবির পুরস্কার। এছাড়াও বেশ কয়েকটি বিভাগে সম্মানিত হয়েছে ছবিটি। অন্যদিকে, প্রথমবার জাতীয় পুরস্কার জিতে নিলেন আলিয়া। গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি ছবির গঙ্গুবাই চরিত্রটি তাঁকে এই সম্মান এনে দিল। তাঁর সঙ্গে সেরা অভিনেত্রী হলেন কৃতি শ্যানন, মিমি ছবির অন্য তিনি পুরস্কার জিতলেন। নায়কদের মধ্যে বলিউডকে টেক্কা দিলেন অল্লু অর্জুন। সেরা হিন্দি ছবির শিরোপা উঠল বাঙালি পরিচালক সুজিত সরকারের ছবি সর্দার উধমের মাথায়।

সেরা বাংলা ছবি হয়েছে কালকক্ষ। অতিমারির সময়ের গল্প তুলে ধরেছেন ছবির দুই পরিচালক, রাজদীপ ও শর্মিষ্ঠা। দুখু মাঝির গল্প বলে সেরা বায়োগ্রাফিক্যাল ছবির পুরস্কার পেল সোমনাথ মন্ডল পরিচালিত রুকু মাটির দুখু মাঝি।

এক নজরে দেখে নিন তালিকা:

  • সেরা অ্যানিমেশন ছবি হল মালয়ালম সিনেমা কান্দিটুন্দ।
  • সেরা নন-ফিচার ছবির শিরোপা পেল এক থা গাঁও।
  • নন-ফিচার বিভাগে সেরা বায়োগ্রাফিক্যাল ছবি সোমনাথ মণ্ডলের রুখু মাটির দুখু মাঝি।
  • সেরা হিন্দি ছবির শিরোপা জিতল ভিকি কৌশল অভিনীত সুজিত সরকারের ছবি সর্দার উধম।
  • সেরা বাংলা ছবি কালকক্ষ।
  • বিশেষ জুরি পুরস্কার শেরশাহ।
  • সেরা সম্পাদনা গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি।
  • সেরা অভিনেতার পুরস্কার জিতলেন অল্লু অর্জুন। পুষ্পা দ্য রাইজ ছবির জন্য পুরস্কার জিতলেন তিনি। পুষ্পা ছবির জন্য সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার পেলেন দেবী শ্রী প্রসাদ।
  • সেরা অভিনেত্রী হলেন আলিয়া ভট্ট। গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি ছবির জন্য স্বীকৃতি পেলেন আলিয়া, তাঁর সঙ্গেই সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নেন কৃতি শ্যানন। মিমি ছবির জন্য কৃতি এই পুরস্কার পেলেন।
  • সেরা সহ-অভিনেতার পুরস্কার পেলেন পঙ্কজ ত্রিপাঠী। মিমি ছবির জন্য তিনি জিতলেন পুরস্কার।
  • সেরা সহ-অভিনেত্রী পল্লবী জোশী। দ্য কাশ্মীর ফাইলস ছবির জন্য পুরস্কার জিতলেন পল্লবী।
  • সেরা ছবি রকেট্রি দ্য নাম্বি এফেক্ট। ছবির পরিচালক মাধবন, তিনি ছবিতে অভিনয়ও করেন।
  • সেরা জনপ্রিয় ছবি আরআরআর। কোরিওগ্রাফি, স্পেশাল এফেক্ট ও অ্যাকশন ডিরেকশন সেরার শিরোপা জিতেছে আরআরআর।
  • নার্গিস দত্ত পুরস্কার পেল দ্য কাশ্মীর ফাইলস।
  • সেরা পরিচালকের শিরোপা উঠল নিখিল মহাজনের মাথায়।
  • সেরা শিশুশিল্পী হলেন ভাবিন রাবালি (চেল্লো শো)।
  • সেরা গায়ক হলেন কাল ভৈরব (কোমুরাম ভীমুডু, আরআরআর)
  • সেরা গায়িকার পুরস্কার পেলেন শ্রেয়া ঘোষাল (মায়াভা ছায়াভা, ইরাভিন নিজহাল)
TwitterFacebookWhatsAppEmailShare

#National Film Awards 2023, #69th National Film Awards, #National Film Awards

আরো দেখুন