দেশ বিভাগে ফিরে যান

দু’দিনে চারশো কোটির ধাক্কা, মোদীর বিরুদ্ধে কী অভিযোগ আনছেন RTI কর্মী?

August 25, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জি ২০ সম্মেলনের জন্য ৪০০ কোটি টাকা ব্যয় করে, পঞ্চাশটি বুলেটপ্রুফ অডি গাড়ি কিনতে চলেছে মোদী সরকার। বেশ কয়েকটি সংবাদ মাধ্যম তা নিয়ে খবরও প্রকাশ করেছে। এবার সেই সূত্র ধরেই মোদীর বিরুদ্ধে অভিযোগ আনছেন রাজ্যসভার সাংসদ সাংসদ সাকেত গোখলে। সাকেতের অভিযোগ, চব্বিশের লোকসভা ভোট মাথায় রেখে জি ২০ সম্মেলনের দু’দিনে নিজের গ্রহণযোগ্যতা বাড়াতেই মোদী চারশো কোটির টাকার পঞ্চাশটি গাড়ি কিনছেন। সাফ কথায়, নিজের ব্র্যান্ডভ্যালু বাড়াতে দুদিনের ইভেন্ট আয়োজন করছেন মোদী, এমনই অভিযোগ সাকেতের। মাত্র দু’দিনের জন্য চারশো কোটি টাকা খরচ, তাও কেবল গাড়ির জন্য!

সাকেতের দাবি, দু’দিনের গাড়ির জন্য এত খরচ না করে, পুরোনো গাড়িগুলোকেই সারিয়ে নিয়ে, নতুন করে সাজিয়ে গুছিয়ে নেওয়া যেত। তাতে অনেক কম খরচেই গোটা ব্যাপারটা মিটে যেত। কিন্তু তা হল না। সাকেত এক্সে (টুইটার) লেখেন, জি ২০ সম্মেলনে আসা বিদেশি প্রতিনিধিদের সামনে নিজের ব্র্যান্ড ভ্যালু বাড়াতেই মোদী দেশের করদাতাদের টাকা এইভাবে বৈভব, আড়ম্বর দেখাতে ব্যয় করছেন। বুলেটপ্রুফ গাড়িগুলোর ছবি লোকসভা ভোটের প্রচারের ব্যবহার করবেন মোদী, এমনই অভিযোগ উঠছে। উল্লেখ্য, বিরোধীরা দীর্ঘদিন ধরেই অভিযোগ করেন মোদী ও তাঁর দল প্রচার সর্বস্ব রাজনীতি করেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#modi govt, #G20 Summit 2023, #Audi cars

আরো দেখুন