গোকুলম কেরলকে হারিয়ে ডুরান্ডের সেমি ফাইনালে পৌঁছল ইস্টবেঙ্গল

কার্লেস কুয়াদ্রাতের দলকে এবার হারিয়ে বদলা নিল লাল হলুদ ব্রিগেড

August 25, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি:  আজ শুক্রবার ডুরান্ড কাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে গোকুলম কেরলের মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল। প্রথম থেকেই টান টান লড়াইয়ের সাক্ষী হয়েছিল যুবভারতী। 

ম্যাচ শুরুর প্রথম ১ মিনিটেই লাল-হ্লুদ ব্রিগেডের হয়ে গোল করেন এল সে। এরপর দ্বিতীয়ার্ধে  ৫৭ মিনিটের মাথায় গোকুলাম এফসির হয়ে স্কোর সমান করেন আমিনো বাউবা। ৭৮ মিনিটের মাথায় আমিনোর অনগোলে ২ গোলে এগিয়ে যায়  ইস্টবেঙ্গল। 

শেষ পর্যন্ত ২-১ গোলে জিতে গেল ১৬ বারের ডুরান্ড চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ২০১৯ সালে ডুরান্ডে শেষ সাক্ষাতে সেমি ফাইনালে কেরলের বিরুদ্ধেই হারতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। কার্লেস কুয়াদ্রাতের দলকে এবার হারিয়ে বদলা নিল লাল হলুদ ব্রিগেড। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen