← রাজ্য বিভাগে ফিরে যান
কেমন থাকবে আজ রাজ্যের আবহাওয়া?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি থাকবে।
আজও রাজ্য জুড়ে চলবে বৃষ্টি। দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পরিমাণ বাড়বে। পশ্চিম ও পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
অন্যদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হবে উত্তরবঙ্গ। আবহাওয়া দপ্তরের তরফে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে।