মুনওয়াকেই বিপত্তি! বিরাট গর্তের সম্মুখীন প্রজ্ঞান, কিন্তু তারপর?

৩ মিটার এগিয়ে গিয়ে চন্দ্র পৃষ্ঠের বড় গর্তের সম্মুখীন হয়েছে বলে জানিয়েছে ইসরো।

August 29, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চন্দ্রপৃষ্ঠে ‘মুনওয়াক’ শুরু করেছে রোভার প্রজ্ঞান। গতি সেকেন্ড কয়েক সেন্টিমিটার। চাঁদের মাটিতে পা দিয়েই শুরু হয়েছে গেছে তথ্য সংগ্রহের কাজ। এবার বিপদের মুখোমুখি চন্দ্রযান-৩ এর প্রজ্ঞান। ৩ মিটার এগিয়ে গিয়ে চন্দ্র পৃষ্ঠের বড় গর্তের সম্মুখীন হয়েছে বলে জানিয়েছে ইসরো। সেইমতো রাস্তা বদল করে ৬ পা নিয়ে ফের হাঁটতে শুরু করে সে।

রোভারের তোলা সেই গর্তের ছবিও এক্স-এ শেয়ার করে ইসরো জানিয়েছে, ২৭ আগস্ট, রোভারটি তার অবস্থান থেকে ৩ মিটার এগিয়ে গিয়ে একটি ৪ মিটার ব্যাসের গর্তের মুখোমুখি হয়। পরে রোভারকে পথ পরিবর্তনের নির্দেশ দেওয়া হলে নিরাপদ একটি নতুন পথে অনুসরণ করে এগিয়ে চলছে।

উল্লেখ্য,এর আগে চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখেনি কোনও রোভার। মহাকাশ বিজ্ঞানে নয়া ইতিহাস সৃষ্টি করেছে ভারত। বুধবার চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করেছিল চন্দ্রযান-৩। এই সাফল্যে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছিল গোটা দেশ। কিছু সময় অপেক্ষার পর, বিক্রমের পেট থেকে বেরিয়ে চাঁদের মাটিতে পা রেখেছিল রোভার প্রজ্ঞান। সেখানে ঘুরে ঘুরে শুরু করছে তথ্য সংগ্রহ। আগামী ১৪ দিন ৬ পায়ে তথ্য সংগ্রহ করে বিক্রমকে দেবে প্রজ্ঞান। তাই এখন‌ও প্রতীক্ষার কোন‌ও অবসান ঘটেনি। বহু অজানা তথ্য জানার অপেক্ষায় দেশবাসী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen