কলকাতায় আজ কি বৃষ্টি হবে? কী বলছে হাওয়া অফিস?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মেঘলা আকাশ, ভ্যাপসা গরম, বৃষ্টির দেখা নেই। কলকাতা ও সংলগ্ন এলাকায় এমনটাই পরিস্থিতি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ মঙ্গলবারও অবস্থার বদল হবে না। বরং তাপমাত্রা বাড়ার সাথে সাথে আর্দ্রতা জনিত অস্বস্তিও বাড়বে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা। আংশিক মেঘলা আকাশ থাকলেও শহরে বৃষ্টির সম্ভাবনা কম।
হাওয়া অফিস জানিয়েছে, আজ উত্তর ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা তবে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে আজ আবহাওয়া শুষ্কই থাকবে। আগামী ১ সেপ্টেম্বর থেকে এদিকে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে ফের বৃষ্টি হতে পারে। আজ কলকাতা সংলগ্ন দমদম এলাকাতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ৩১ আগস্ট থেকে ফের দমদম এলাকায় বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে।
এদিকে আগামী কয়েকদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ৩১ অগস্ট বা ১ সেপ্টেম্বর আকাশ মেঘলা থাকবে। সল্টলেক এবং হাওড়াতেও এই সময় আবহাওয়া শুষ্ক থাকবে।