রাজ্য বিভাগে ফিরে যান

ভ্যাপসা গরম থেকে কবে মিলবে মুক্তি? জানাল হাওয়া অফিস

August 30, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। আগামী ২-৩ দিন রাজ্যের কোনও জেলাতেই ভারী বৃষ্টি হবে না। তাপমাত্রার পারদ আরও  চড়তে পারে।  

কলকাতা-সহ গোটা বঙ্গে তাপমাত্রা বাড়বে। দক্ষিণবঙ্গে আগামী ২-৩ দিনে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে পরিমাণ কিছুটা কমবে। অন্যদিকে, মালদা ও দুই দিনাজপুরে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  

আলিপুর আবহাওয়া দপ্তর  সূত্রে খবর, বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টি হবে না। কিছু কিছু এলাকায়  ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। আগামীকাল ৩১ তারিখ বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা-সহ উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা। ২ সেপ্টেম্বর থেকে আবারও বৃষ্টির পরিমাণ বাড়বে। ৫ তারিখ পর্যন্ত আবারও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।  

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Weather forecast, #South Bengal, #Weather Update, #West Bengal Monsoon

আরো দেখুন