সাবধান, আপনার গাড়ি বা বাইক আছে? ভুয়া ই-চালানের ফাঁদে পড়তে পারেন
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: সাবধান! ই-চালান জালিয়াতি শুরু হয়েছে দেশ জুড়ে। আপনার গাড়ি বা বাইক আছে? হঠাৎ মোবাইলে টেক্সট মেসেজ এল ট্রাফিক পুলিশের কাছ থেকে। আপনি কোনও আইন ভেঙেছেন, তাই জরিমানা করা হয়েছে। দায়িত্বশীল নাগরিক হিসেবে আপনি জরিমানার টাকাটা মেটাতে গেলেন, আর তাতেই পড়ে গেলেন জালিয়াতদের ফাঁদে। বাধ্য হয়ে এখন দেশের সমস্ত গাড়ি-বাইক চালকদের সতর্ক করেছে পুলিশ।
প্রশাসনের তরফ থেকে যেমন মেসেজ পাঠানো হয় ঠিক তেমনই হুবহু মেসেজ পাঠানো হচ্ছে নাগরিকদের মোবাইল। সঙ্গে থাকছে একটি পেমেন্ট লিঙ্ক। আর যখন ওই লিঙ্কে আপনি ক্লিক করবেন আপনার ফোনের সিকিউরিটি বিঘ্নিত হবে।
মুহূর্তে আপনার ডেবিট অথবা ক্রেডিট কার্ডের নিয়ন্ত্রণ পেয়ে যাবে হ্যাকাররা। আপনার জানার আগেই ব্যাঙ্ক থেকে ফাঁকা হয়ে যাবে টাকা। পাশাপাশি উক্ত লিঙ্কের মাধ্যমে ফোনে ম্যালওয়্যার ভাইরাস প্রবেশ করিয়েও দিতে পারে হ্যাকাররা।
এই জালিয়াতি থেকে সাবধান থাকার জন্য বেশ কিছু পরামর্শ দিয়েছে পুলিশ কর্তৃপক্ষ। প্রথমত, ই-চালানের জন্য যে পেমেন্ট লিঙ্ক থাকে তা হল https://echallan.parivahan.gov.in/। জালিয়াতরা এই লিঙ্কের একটি অনুরূপ একটি লিঙ্ক তৈরি করে তা মেসেজে পাঠাচ্ছে। উদাহরণস্বরূপ – https://echallan.parivahan.in/। পুলিশ জানিয়েছে, যে ই-চালানগুলির পেমেন্ট লিঙ্ক “gov.in” দিয়ে শেষ হবে সেগুলিই প্রকৃত লিঙ্ক। তাই তাড়াহুড়ো করে লিঙ্কে ক্লিক করার আগে এই পার্থক্যটি শনাক্ত করতে হবে।
পুলিশ প্রশাসনের তরফে সতর্ক করে বলা হচ্ছে, -চালান কেলেঙ্কারির শিকার না হতে চাইলে, কিছু দরকারি পদক্ষেপ করতে হবে-
আপনার এলাকায় একটি ই-চালান দেওয়ার সরকারি প্রক্রিয়াটি জেনে নিন।
সন্দেহজনক লিঙ্কে ক্লিক করা থেকে দূরে থাকুন।
ই-চালান-এর বার্তা পেলে, প্রথমে আপনার গাড়ির নম্বর লিখে ট্রাফিক পুলিশের সরকারি ওয়েবসাইটে ক্রস-চেক করে নিন।
আসল ই-চালান-এর বার্তা সরকারি সূত্র থেকেই আসে। তাই দেখে নিন প্রেরকের ইমেল অ্যাড্রেস বা এসএমএস নম্বরটি বৈধ কিনা।
আসল ই-চালানগুলির ক্ষেত্রে অর্থপ্রদানের জন্য আপনার পিন, পাসওয়ার্ড বা অন্যান্য ব্যক্তিগত তথ্য চাওয়া হয় না।
যদি মনে করেন ই-চালান কেলেঙ্কারির ফাঁদে ফেলার চেষ্টা হচ্ছে, সঙ্গে সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষকে জানান। এতে আপনার সঙ্গে সঙ্গে অন্যরাও এই কেলেঙ্কারীর শিকার হওয়া থেকে রক্ষা পাবেন।