দেশ বিভাগে ফিরে যান

সংসদের বিশেষ অধিবেশনে বিতর্কিত ‘ওয়ান নেশন, ওয়ান ইলেকশন’ বিল আনতে চলেছে মোদী সরকার?

August 31, 2023 | < 1 min read

‘ওয়ান নেশন, ওয়ান ইলেকশন’ বিল আনতে চলেছে মোদী সরকার?

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বহু দিন ধরেই বিজেপির একটি অংশ লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গে করার কথা বলছে। মোদী ক্ষমতায় এসে এর পক্ষে সওয়াল শুরু করেন। ২০১৯-এর স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা থেকে দেওয়া ভাষণেও বিষয়টি উল্লেখ করেন তিনি।

আগামী ১৮ সেপ্টেম্বর লোকসভার বিশেষ অধিবেশন ডাকল কেন্দ্রীয় সরকার। চলবে ২২ তারিখ পর্যন্ত। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী বৃহস্পতিবারই সেই ঘোষণা করেছেন। কী কারণে এই বিশেষ অধিবেশন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমের দাবি, ‘ওয়ান নেশন, ওয়ান ইলেকশন’ অর্থাৎ এক দেশ-এক নির্বাচন সংক্রান্ত বিল সম্ভবত পেশ করা হবে এই অধিবেশনে।

ওয়ান নেশন-ওয়ান ইলেকশন’ নিয়ে দেশে বহুদিন ধরেই বিতর্ক চলছে। চলতি বছরের জানুয়ারিতে আইন কমিশন রাজনৈতিক দলগুলির কাছে এই বিলের বিষয়ে ছয়টি প্রশ্নে মতামত চেয়েছিল। কেন্দ্রীয় সরকার এই নীতির বাস্তবায়ন করতে চাইলেও অনেক রাজনৈতিক দলই এর বিপক্ষে।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Parliament, #politics, #one nation one election

আরো দেখুন