দেশ বিভাগে ফিরে যান

INDIA-র ১৪ সদস্যের সমন্বয় কমিটি তৈরি, জেনে নিন আর কোন কমিটিতে আছেন কারা

September 1, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কথামতোই ১৪ জনের কো-অর্ডিনেশন কমিটি গঠন করল বিরোধী ব্লক ‘ইন্ডিয়া’। এই সমন্বয় কমিটিই রয়েছেন শারদ পাওয়ার, এম কে স্ট্যালিন, হেমন্ত সোরেন, কেসি বেনুগোপাল, সঞ্জয় রাউত, ওমর আবদুল্লা, মেহবুবা মুফতি, ডি রাজা, লালন সিং মতো বর্ষীয়ান নেতারা। এই কমিটিতে আছেন তেজস্বী যাদব, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আম আদমি পার্টির রাঘব চাড্ডার মতো তরুণ মুখও। কমিটিতে আরও একজন সদস্যকে অন্তর্ভুক্ত করা হবে বলে জানা গেছে।

সমন্বয় কমিটিতে বাম দলগুলির মধ্যে CPI-এর মুখ থাকলেও সিপিআই(ম) থেকে কেউ নেই বলে দেখা যাচ্ছে। তবে অন্যান্য কমিটি তাদের প্রতিনিধি আছে।

জেনে নিন কোন কমিটিতে আছেন কারা-

TwitterFacebookWhatsAppEmailShare

#13 member committee, #India, #politics, #Oppositions, #LOK SABHA 2024

আরো দেখুন