বিনোদন বিভাগে ফিরে যান

বাংলার ‘মহারাজ’-এর ভূমিকায় আয়ুষ্মান খুরানা, ডিসেম্বরেই শুরু শ্যুটিং

September 2, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বলিউডে খেলোয়াড়দের জীবন নিয়ে তৈরি বায়োপিক বা জীবনীচিত্রর ট্রেন্ড চলছে বিগত বেশ কিছু বছর ধরেই। ইতিমধ্যেই ধোনি থেকে কপিলদেব একাধিক ক্রিকেট তারকার খেলোয়াড় জীবন থেকে ব্যক্তিগত লড়াই উঠে এসেছে পর্দায়। এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক আসছে।

গত দু’বছর ধরে জল্পনা সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনীচিত্র নিয়ে। ‘হচ্ছে-হবে’ করে যেন শুধুই ধোঁয়াসা ছিল এত দিন। তবে এ বার সেই ধোঁয়াসা কাটল। ‘মহারাজ’-এর চরিত্রে অভিনেতা আয়ুষ্মান খুরানাকে। পর্দার সৌরভ হয়ে ওঠার জন্য বহু নামই ঘোরাফেরা করছিল বহুদিন ধরে। শোনা যাচ্ছিল, রণবীর কাপুর, রণবীর সিং-এর মতো বড় নাম। শেষ পর্যন্ত চূড়ান্ত হল আয়ুষ্মানের নাম।

জানা গেছে, ইতিমধ্যেই শেষ হয়েছে চিত্রনাট্য লেখার কাজ। এর আগে মে মাসের শেষের দিকে প্রযোজক অঙ্কুর গর্গ এবং পরিচালক লাভ রঞ্জন এই ছবি নিয়ে কথা বলতে উপস্থিত হয়েছিলেন সৌরভের বেহালার বাড়িতে। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী রজনীকান্তের কন্যা ঐশ্বর্য রজনীকান্ত এই ছবির পরিচালনার দায়িত্ব নিয়েছেন।

রজনীকান্ত-কন্যা, ঐশ্বর্যা রজনীকান্ত পরিচালিত এই ছবির চিত্রনাট্যের বিষয়ে বেশ সাবধানী ছিলেন সৌরভ। ছবির চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার আগে ঘন ঘন মুম্বই ছুটতে দেখা গিয়েছিল সৌরভকে। শেষমেশ আয়ুষ্মানকেই পছন্দ নির্মাতাদের। ভারতীয় ক্রিকটে দলের প্রাক্তন অধিনায়কের চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য আগামী মাস থেকেই শুরু হবে কঠোর প্রশিক্ষণ। আয়ুষ্মানের প্লাস পয়েন্ট হল, তিনিও সৌরভের মতো বাঁ-হাতি। তাই সৌরভকে পর্দায় ফুটিয়ে তুলতে এটা তাঁর কাছে অনেকটাই সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে। শ্যুটিং শুরু হবে বছরের শেষে, ডিসেম্বর মাস থেকেই।

TwitterFacebookWhatsAppEmailShare

#Sourav Ganguly Biopic, #Ayushmann Khurrana

আরো দেখুন