দেশ বিভাগে ফিরে যান

ভারতে জি২০ সম্মেলন কি রাজনৈতিক ও কূটনৈতিকভাবে ব্যর্থ হতে চলেছে?

September 3, 2023 | 2 min read

ভারতে জি২০ সম্মেলন কি রাজনৈতিক ও কূটনৈতিকভাবে ব্যর্থ হতে চলেছে?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী সপ্তাহে জি২০ সম্মেলনের আসর বসছে ভারতে, সেই উপলক্ষ্যে রাজধানীতে সাজো সাজো রব। কিন্তু কিছুটা হলেও সম্মেলনের তাল কেটেছে, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আসছেন না, চীনের রাষ্ট্রনায়ক শি জিনপিং আসবেন না বলেই খবর। আরও কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানরাও ভারতে আসছেন না, এমনই দাবি কয়েকটি সংবাদ মাধ্যমের। তবে কি ভারতের জি২০ সম্মেলন রাজনৈতিক ও কূটনৈতিকভাবে ডাহা ফেল করতে চলেছে?

কী বলছে অতীত ইতিহাস?

প্রতি বছরই জি২০ সম্মেলনে রাষ্টপ্রধানদের উপস্থিতির সংখ্যার ফারাক দেখা যায়। দেশের প্রধানদের সময়ের মূল্য রয়েছে, সকলের পক্ষে সব সম্মেলনে হাজির থাকা সম্ভব হয় না। অনেকেই একান্ত ব্যক্তিগত কারণ দেখিয়ে সম্মেলন এড়িয়ে যান। ২০২১ সালে ইতালির জি২০ সম্মেলনে ছটি দেশের রাষ্ট্রপ্রধান হাজির ছিলেন না। দেশগুলি ‘হেড অফ স্টেট’ বা ‘হেড অফ গভমেন্ট’ স্তরে সম্মেলনে যোগ দেয়নি। অর্থাৎ রাষ্ট্রপ্রধানদের বদলে বিদেশমন্ত্রী বা অন্য কোনও মন্ত্রী বা সচিব হাজির থাকেন সম্মেলনে।

২০০৮ থেকে ১৬ বার জি২০ সম্মেলনের আসর বসেছে। ২০০৯ ও ২০১০ সালে একই বছর দু’বার করে সম্মেলনের আয়োজন করা হয়েছিল। ২০২০ সালে করোনার কারণে, ভার্চুয়ালি সম্মেলনের আয়োজন করা হয়েছিল। প্রথম তিনটি সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো ‘হেড অফ স্টেট’ বা ‘হেড অফ গভমেন্ট’ স্তরে সম্মেলনে যোগ দিয়েছিল। ২০১০ থেকে ছবিটা বদলে যায়।

এক নজরে কিছু তথ্য:

একটি দেশ ‘হেড অফ স্টেট’ বা ‘হেড অফ গভমেন্ট’-র অনুপস্থিতিতে জি২০ সম্মেলনে যোগ দিয়েছিল, এমন ঘটনা ঘটেছে ছ’বার। (২০১০, ২০১১, ২০১২, ২০১৩, ২০১৬, ২০১৭)

দুটি দেশ ‘হেড অফ স্টেট’ বা ‘হেড অফ গভমেন্ট’-র অনুপস্থিতিতে জি২০ সম্মেলনে যোগ দিয়েছিল, এমন ঘটনা ঘটেছে পাঁচবার। (২০১০, ২০১৪, ২০১৫, ২০১৮, ২০১৯)

তিনটি দেশ ‘হেড অফ স্টেট’ বা ‘হেড অফ গভমেন্ট’-র অনুপস্থিতিতে জি২০ সম্মেলনে যোগ দিয়েছিল, এমন ঘটনা ঘটেছে একবার। (২০২২, ইউক্রেন যুদ্ধ পরবর্তী সময়)

ছটি দেশ দেশ ‘হেড অফ স্টেট’ বা ‘হেড অফ গভমেন্ট’-র অনুপস্থিতিতে জি২০ সম্মেলনে যোগ দিয়েছিল, এমন ঘটনা ঘটেছে একবার। (২০২১, করোনা পরবর্তী সময়)

কোন কোন দেশের ‘হেড অফ স্টেট’ বা ‘হেড অফ গভমেন্ট’ সব সময় জি২০ সম্মেলনে উপস্থিতি থেকেছে: কানাডা, জার্মানি, ভারত, ইতালি, দক্ষিণ কোরিয়া, টার্কি, আমেরিকা, ইংল্যান্ড

কোন কোন দেশ মাত্র একবার ‘হেড অফ স্টেট’ বা ‘হেড অফ গভমেন্ট’-র অনুপস্থিতিতে জি২০ সম্মেলনে যোগ দিয়েছে: চীন, ফ্রান্স, জাপান, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা।

কোন কোন দেশ দু’বার ‘হেড অফ স্টেট’ বা ‘হেড অফ গভমেন্ট’-র অনুপস্থিতিতে জি২০ সম্মেলনে যোগ দিয়েছে: আর্জেন্টিনা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, রাশিয়া।

কোন দেশ তিনবার ‘হেড অফ স্টেট’ বা ‘হেড অফ গভমেন্ট’-র অনুপস্থিতিতে জি২০ সম্মেলনে যোগ দিয়েছে: মেক্সিকো (২০১৮ সাল থেকে সে’দেশের রাষ্ট্রপতি জি২০-তে যোগ দেন না)

একমাত্র সৌদি আরব ন’বার রাষ্ট্রপ্রধান ছাড়া জি২০ সম্মেলনে অংশগ্রহণ করেছে।

বস্তুত, অধিকাংশ দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত থাকতে চেষ্টা করেন, কারণ জি২০ সম্মেলনগুলোতে নীতি নির্ধারণের বৈঠক হয়। সেক্ষেত্রে, ভারতে আয়োজিত আসন্ন জি২০ সম্মলেন যদি একাধিক দেশের রাষ্ট্রপধানরা না আসেন, তবে ভারত তথা মোদী সরকারকে কূটনৈতিক দক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। যা চব্বিশের আগে মোদীর জন্য ধাক্কা হতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #G20 Summit 2023, #G20 summit

আরো দেখুন