সুখবর, নিঃসঙ্গ কোয়ারান্টিন কাটিয়ে দাদাগিরির সেটে মহারাজ
নিঃসঙ্গ কোয়ারান্টিন কাটিয়ে আবারও স্বমহিমায় পর্দায় ফিরলেন বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। সেল্ফ কোয়ারান্টিন শেষ হয়েছে তিনদিন আগেই। ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন বিসিসিআই সভাপতি। সব আতঙ্ক দূরে সরিয়ে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দাদাগিরি’-র শুটিংয়ে ফিরলেন সকলের প্রিয় দাদা।
স্নেহাশিস গঙ্গোপাধ্যায় করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরই বাড়িতেই ১৫ দিনের সেল্ফ আইসোলেশনের সরকারি নিয়ম পালন করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এখন দাদা সুস্থ হয়ে বাড়ির ফেরার পর কোয়ারান্টিন পর্ব শেষ হয়েছে মহারাজের। এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে একথা জানিয়েছেন মহারাজ। তিনি বলেন, ‘দাদা এখন একেবারেই সুস্থ। সাময়িকভাবে স্তব্ধ হয়ে গিয়েছিল ‘দাদাগিরি সিজন ৮’য়ের শুটিং। শুরু হয়েছে কাজ। মাত্র ১০ জনকে নিয়ে ‘দাদাগিরি সিজন ৮’য়ের যাত্রা শুরু হয়েছে। শুটিংয়ের সেট সারাক্ষণ স্যানিটাইজ করা হচ্ছে। সকলে সামাজিক দূরত্ব মেনেই কাজ করছে। সবটাই স্বাস্থ্যবিধি মেনে এগোনো হচ্ছে।’