আগামী খরিফ মরশুমে কত ধান কেনার লক্ষ্যমাত্রা নিচ্ছে রাজ্য?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী খরিফ মরশুমে কৃষকদের থেকে ৭০ লক্ষ টন ধান কেনার লক্ষ্যমাত্রা নিচ্ছে সরকার। চলতি মরশুমে ধান কেনার লক্ষ্যমাত্রা ছিল ৬০ লক্ষ টন। এবারের খরিফ মরশুম এই মাসেই শেষ হচ্ছে। চলতি মরশুমে এখনও অবধি, প্রায় ৫৪ লক্ষ টন ধান কিনেছে সরকার। অর্থাৎ লক্ষ্যমাত্রার প্রায় ৯০ শতাংশ পূরণ হয়েছে।
অক্টোবর থেকে সরকারিভাবে নতুন খরিফ মরশুম শুরু হয়। ধান কেনা শুরু হয় নভেম্বর থেকে, ধান কেনায় গতি আসে ডিসেম্বর থেকে। ডিসেম্বর থেকে এপ্রিল অবধি সময়টা, ধান কেনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধান কেনা সংক্রান্ত বিষয়ে কোন তারিখে কী শুরু হবে, তা ইতিমধ্যেই ঠিক করে ফেলেছে খাদ্যদপ্তর। যা আগে হয়নি। ধান কেনার লক্ষ্যমাত্রা ঠিক করে তা নবান্নে পাঠিয়েছে খাদ্যদপ্তর। এরপর মন্ত্রিসভার আনুষ্ঠানিক অনুমোদন মিললেই ধান কেনা শুরু হবে। খাদ্যদপ্তরের তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্প, মিড ডে মিল, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য এক বছরে ২৯ লক্ষ ২৬ হাজার টন চাল দরকার হয়, যার জন্য ৪৩ লক্ষ টন ধান লাগবে। রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের জন্য ১৮.৬০ লক্ষ টন চাল প্রয়োজন, যার জন্য ২৭ লক্ষ টন ধান প্রয়োজন।