হিমাচলে Cloud Burst-র কারণ মাংস খাওয়া! মন্তব্য খোদ IIT-র অধিকর্তার

ঠিক কি মন্তব্য করেছেন?

September 8, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
হিমাচলে Cloud Burst-র কারণ মাংস খাওয়া!

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ‘অবৈজ্ঞানিক’ মন্তব্য করে বসলেন মান্ডি আইআইটির অধিকর্তা লক্ষ্মীধর বেহেরা। ঠিক কি মন্তব্য করেছেন? পশু নিধনের জন্য নাকি হিমাচলপ্রদেশে মেঘভাঙা বৃষ্টি এবং ধ্বস নেমেছে।

লক্ষ্মীধর বেহেরা বলেন, “হিমাচলপ্রদেশের বড়সড় পতন হবে, যদি না আমরা পশু নিধন বন্ধ করি। তোমরা পশু হত্যা করছ, নিরীহ পশুদের। পরিবেশের ক্ষতির সঙ্গে এর এক পারস্পরিক সম্পর্ক আছে। এটা তোমরা দেখতে পাচ্ছ না কিন্তু আছে। ধস, মেঘভাঙা বৃষ্টি এবং আরও অনেক কিছু হচ্ছে বার বার করে। এগুলো সবই পশুদের প্রতি নিষ্ঠুরতার কারণে হচ্ছে, কারণ মানুষ মাংস খায়।” এই বিতর্কিত মন্তব্যের পরেই শুরু হয়েছে শোরগোল।

লক্ষ্মীধর বেহেরার এই বিতর্কিত মন্তব্যের পর য়োফিজিক্সের অধ্যাপক গৌতম মেনন এই মন্তব্যকে দুঃখজনক বলেছেন। দিল্লি আইআইটির প্রাক্তনী সন্দীপ মনুধানে জানান এই ৭০ বছরে তৈরি হয়েছে এই কুসংস্কারাচ্ছন্ন মূর্খেরা তা ধ্বংস করে দেবে।

এই প্রথমবার কিন্তু বিতর্ক খাড়া করলেন না বেহেরা । গত বছর তিনি দাবি করেছিলেন, তাঁর এক বন্ধুর বাড়িতে তিনি নাকি পবিত্র মন্ত্রোচ্চারণ করে ভূত তাড়িয়েছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen