ধূপগুড়ি বিধানসভা উদ্ধার তৃণমূলের, পৃথক উত্তরবঙ্গের এজেন্ডা প্রত্যাখ্যান করল মানুষ?

ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনে চার হাজারের বেশি ভোটে জয়ী তৃণমূল

September 8, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উত্তরবঙ্গের ধূপগুড়ি বিধানসভা হাতছাড়া হল বিজেপি’র। হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ী হল তৃণমূল কংগ্রেস। বিজেপিকে ৪,০০০-র বেশি ভোটে জিতলেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। জোড়াফুল শিবিরের এই আসনটিতে জয় বাংলার রাজনীতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ, উত্তরবঙ্গকে পাখির চোখ করেছে বিজেপি। রাজবংশী ‘রাজা’ অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠিয়েছে বিজেপি। তা যে আলাদা কোনও প্রভাব ফেলল না, সেটা প্রমান হয়ে গেল। পাশাপাশি বিজেপি’র পৃথক উত্তরবঙ্গের এজেন্ডা নিয়ে প্রশ্ন উঠে গেল।

বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের আকস্মিক মৃত্যুর জেরেই ধূপগুড়িতে হয় উপ নির্বাচন। তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং বাম-কংগ্রেস জোট, ত্রিমুখী লড়াইয়ের সাক্ষী থেকল এই উপ নির্বাচন। গত দুটি বিধানসভা নির্বাচনে গড়ে প্রায় ৮৭.৫ শতাংশ ভোট পড়েছিল। সেক্ষেত্রে উপ নির্বাচনে ৭৮.১৯ শতাংশ ভোট প্রদান যথেষ্ট বলেই মনে করছে রাজনৈতিক মহল।

এরাজ্যে বাম জমানার সূচনা অর্থাৎ ১৯৭৭ সাল থেকেই ধূপগুড়ি বিধানসভা ছিল বামেদের দখলে। ২০১৬-র বিধানসভায় প্রথমবার ধূপগুড়ির দখল নেয় তৃণমূল। জয়ী হন তাপসী রায়। গত বিধানসভা নির্বাচনে অবশ্য তৃণমূলকে হারিয়ে জয়ী হন বিজেপির বিষ্ণুপদ রায়। স্বভাবতই, কার দখলে ধূপগুড়ি তা নিয়ে কৌতূহল রাজনৈতিক মহল। এবারে ভোটের কয়েকদিন আগে তাপসীদেবী বিজেপিতে যোগ দিয়েছেন। তিনি এবারের ছিলেন বিজেপি প্রার্থী। সিপিএম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়কে সমর্থন জানিয়েছে হাত শিবির।

বাম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায় কয়েক রাউন্ড আগেই ভোটের লড়াই থেকে ছিটকে গিয়েছিলেন। লড়াই চলছিল বিজেপি প্রার্থী তাপসী রায় বনাম তৃণমূলের নির্মলচন্দ্র রায়ের। আর সেখানেই শেষ হাসি হাসল জোড়াফুল শিবির।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen