সেরা প্রতিমা থেকে অষ্টমীর অঞ্জলির সময়, কোন অ্যাপে দেখা যাবে দুর্গাপুজোর খুঁটিনাটি?

পার্কিং থেকে শুরু করে ভিড়, ঠাকুর দেখতে বেরিয়ে নানান সমস্যায় পড়েন অনেকেই, তখন প্রয়োজন হয় দ্রুত সাহায্যের।

September 9, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আর দেড় মাসও বাকি নেই পুজোর, ইতিমধ্যেই বাঙালি তার শ্রেষ্ঠ উৎসব পালনের প্ল্যান আরম্ভ করে দিয়েছে। নর্থ থেকে সাউথ, প্যান্ডেল হপিংয়ের পরিকল্পনা শুরু করে দিয়েছে বাঙালি। এই চারটে ‌দিন জমিয়ে ঘোরা আর খাওয়া-দাওয়ার প্ল্যানিং চলেই, কোন মণ্ডপের পর কোন মণ্ডপ গেলে, অল্প সময়ে কম লাইনে দাঁড়িয়ে বেশি সংখ্যক প্রতিমা দেখা যাবে তা নিয়ে এখন থেকেই শুরু হয়েছে আলোচনা। বাড়ির প্রবীণ সদস্যদের নিয়ে গাড়ি করে মণ্ডপ ও প্রতিমা দেখতে যান অনেকেই। রাজ্যের বিভিন্ন জেলা থেকে অনেকেই কলকাতায় ঠাকুর দেখতে আসেন। পার্কিং থেকে শুরু করে ভিড়, ঠাকুর দেখতে বেরিয়ে নানান সমস্যায় পড়েন অনেকেই, তখন প্রয়োজন হয় দ্রুত সাহায্যের। সব কিছুর মুশকিল আসান হিসেবে আসছে একটি অ্যাপ্লিকেশন। পুজো সংক্রান্ত সব কিছুর সুলুকসন্ধান পাওয়া যাবে একটি অ্যাপেই।

শারদোৎসব উপলক্ষ্যে ডিজিটাল ক্যানভাস নিয়ে আসছে বিশেষ অ্যাপ ‘‌ডিজিটাল ক্যানভাস’‌। ১ অক্টোবর থেকে অ্যাপ্লিকেশনটি চালু হবে। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে।পাশাপাশি কিউআর কোডের মাধ্যমেও অ্যাপটি ডাউনলোড করা যাবে। কলকাতার সেরা ৬০টি পুজো একনজরে দেখে নেওয়া যাবে অ্যাপ থেকে। পুজোর লাইভ নেভিগেশন থাকবে অ্যাপে। এছাড়াও পুজোগুলি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য, ছবি অ্যাপের মাধ্যমেই দেখা যাবে। বাংলার দুর্গোৎসবের ইতিহাস পাওয়া যাবে অ্যাপে। এছাড়াও অষ্টমীর অঞ্জলি, সন্ধিপুজোর সময় জেনে নেওয়া যাবে। থাকছে সেরা পাঁচ পুজোকে ভোট দেওয়ার সুযোগও। দর্শকদের বেছে নেওয়া সেরা পাঁচ পুজোকে পুরস্কৃত করবে ক্যানভাস। ২৬ নভেম্বর সংস্থার ১৪তম বার্ষিক অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen