সমস্ত বালিকা বিদ্যালয় এবং মেয়েদের হস্টেলে সিসিটিভি বসাচ্ছে রাজ্য

সাম্প্রতিক ঘটনা থেকে শিক্ষা নিয়ে রাজ্য দ্রুত এই ধরনের পদক্ষেপ নিচ্ছে বলে বিকাশ ভবন সূত্রে খবর।

September 9, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
ইতিমধ্যেই রাজ্যের বেশ কিছু স্কুল এবং হস্টেলে সিসিক্যামেরা বসেছে। প্রতীকী ছবি। সৌজন্যে: adobe stock

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যের সমস্ত বালিকা বিদ্যালয় এবং মেয়েদের হস্টেলে সিসিটিভি বসানোর কথা ভাবছে রাজ্যের শিক্ষা দপ্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু থেকে হরিদেবপুর হোমে নাবালিকা নির্যাতন। সাম্প্রতিক ঘটনা থেকে শিক্ষা নিয়ে রাজ্য দ্রুত এই ধরনের পদক্ষেপ নিচ্ছে বলে বিকাশ ভবন সূত্রে খবর।

ইতিমধ্যেই বেশ কিছু স্কুল এবং হস্টেলে সিসিক্যামেরা বসেছে। এছাড়া বেশ কিছু গার্লস স্কুলেও তা বসেছে। মে’তেই সিদ্ধান্ত হয়েছিল, ১৫৯টি সরকার পোষিত বা সাহায্যপ্রাপ্ত মেয়েদের স্কুল এবং ১৫১টি হস্টেলে সিসিক্যামেরা বসাতে হবে ১৬ সপ্তাহের মধ্যে। সেই সময়সীমা শেষের মুখে। তাই দ্রুত তা কার্যকর করতে বলা হয়েছে। জানা গিয়েছে, প্রায় ১২০০ মেয়েদের স্কুলে সিসিক্যামেরা বসতে চলেছে। স্কুলগুলিতেও সিসিক্যামেরা বসানোর দায়িত্ব পেয়েছে সরকারি সংস্থা ওয়েবেল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen