হচ্ছে টা কী? বিভাগে ফিরে যান

জোটের নাম ‘INDIA’ বলেই কি তড়িঘড়ি দেশের নাম বদলের উদ্যোগ?

September 9, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দেশের নাম বদল, আর ইন্ডিয়া নয় এবার ভারত? গত ক’দিন যাবৎ এই নিয়ে হাজারও লেখা, প্রবন্ধ, ফিচার, সংবাদপত্রের প্রতিবেদন পড়ে ফেলেছেন আপনারা। বন্ধুদের মধ্যে তর্ক-বিতর্ক, কাজিয়াও হয়ে গিয়েছে। কিন্তু মোদী সরকারের এমন কান্ড ঘটানোর কারণ কী? কেন ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’র বদলে ‘প্রেসিডেন্ট অফ ভারত’ লেখা হচ্ছে? ভেবে দেখেছেন?

আদপে সবটা রাজনীতির অঙ্ক। ভারতীয় সংবিধান বলছে, ভারত, ইন্ডিয়া দুটো শব্দই ব্যবহার করা যায়। সেক্ষেত্রে, ইন্ডিয়ার বদলে ভারত ব্যবহারে কোনও সাংবিধানিক ভুল নেই। কিন্তু ইন্ডিয়াকে পাকাপাকিভাবে মুছতে হলে সংবিধান সংশোধন করতে হবে বই কি! মোদী ভোটের আগে হয়ত সে’কাজে হাত দেবেন না। কিন্তু কৌশলে নিজের কাজ মিটিয়ে ফেলবেন। তাই তো ইতিমধ্যেই সরকারি চিঠিপত্রে ভারত শব্দের ব্যবহার শুরু করে দিয়েছেন। অর্থাৎ পাকাপাকি বদল নয়। সংবিধান সংশোধনের অপেক্ষাও নয়। এর পিছনে কি দেশভক্তি রয়েছে? নাকি কলোনিয়াল হ্যাংওভার কাটানোর ইচ্ছে? না, মোটেও না। মোদী ও তাঁর দল একেবারে বিজ্ঞাপনী স্ট্র্যাটিজি নিয়ে ইন্ডিয়ার বদলে ভারতকে প্রতিষ্ঠিত করতে চাইছেন।

বিজেপি এবং তাদের পিছনে থাকা সঙ্ঘ মাটির গন্ধ পেতে আরম্ভ করেছে। ইন্ডিয়া জোটের ভিত মজবুত হচ্ছে। তাই তো ইন্ডিয়ার বদলে সেই পুরনো অস্ত্র এনডিএ-কে হাতিয়ার করা হয়েছিল, কিন্তু হালে পানি মেলেনি। ফলে যেন-তেন প্রকারে এই ইন্ডিয়া নামটিকে সরাতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। বিরোধী জোটের নাম তো মোদী বদলাতে পারবেন না, তাই ভোটের আগে ইন্ডিয়া নামটিকে মুছে দিতে ক্ষেপে উঠেছেন মোদী। কে বলতে পারে? বিরোধী জোটের নাম অন্য কিছু হলে হয়ত এ জিনিসের অবতারণাই হত না।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #INDIA alliance

আরো দেখুন