পুজো স্পেশাল বিভাগে ফিরে যান

বাংলার দুগ্গা পুজো: জেনে নিন চোরবাগানে চ্যাটার্জি পরিবারের সুপ্রাচীন পুজোর ইতিকথা

September 10, 2023 | < 1 min read

চোরবাগানে চ্যাটার্জি পরিবারের সুপ্রাচীন পুজোর ইতিকথা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতার চোরবাগানে চ্যাটার্জি পরিবারের সুপ্রাচীন পুজোর ঢাকে কাঠি পড়ে গেল। এই বাড়িতে দেবীর কাঠামোপুজো জন্মাষ্টমী তিথিতে আয়োজিত হয়। পুরনো রীতি অনুসারে, গরান গাছের ডাল দিয়ে পুজো করা হয় কাঠামোর। সেই ডাল প্রতিমার সঙ্গেই বিসর্জন করে দেওয়া হয়।

গরান গাছের ডাল দিয়ে পুজো করা হয় কাঠামোর।

জানা গিয়েছে, বাড়ির দালানে বিগ্রহ তৈরি হয় না। কাঠামো পুজোর পর সেই ডাল যায় কুমোরটুলিতে। শিল্পী নিমাই পাল তৈরি করেন মা দুর্গার প্রতিমা।

জন্মাষ্টমীর দিন পরিবারের কূলদেবতার পুজো হয়। নিবেদন করা হয় তালের বড়া ও অন্যান্য মিষ্টান্ন। এদিনই বাড়িতে অফিসিয়ালি দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে যায়। এখানে দেবী বেনারসী শাড়ি, গা-ভরা সোনার সাজে সজ্জিত। এই বাড়িতে গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী, বৃহন্নান্দীকেশ্বর মতে পুজো হয় ।

এখনও বংশপরম্পরায় চট্টোপাধ্যায় পরিবারের সদস্যরা মিলেমিশে পুজো করেন। এক সময় ছিল শিক্ষা-সংষ্কৃতি-সঙ্গীতচর্চার পীঠস্থান ছিল এই চ্যাটার্জি পরিবার। আজও সেই ধারাবাহিকতা বজায় আছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, রামচন্দ্র স্ত্রী দুর্গাদাসীর নির্দেশে ১৮৬০ সালে প্রথম দুর্গাপুজোর অনুষ্ঠিত হয়েছিল এই বাড়ির ঠাকুরদালানে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Chatterjee family, #Chorbagan, #Kolkata, #History, #durga Pujo, #traditional

আরো দেখুন