ছত্রপতি শিবাজীর ঐতিহাসিক বাঘনখ ফিরছে ভারতে
হাতবদল হয়ে ইংল্যান্ডে চলে গিয়েছিল সেই ঐতিহাসিক বাঘনখ।
September 11, 2023
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আফজল খানকে হত্যার সময় বাঘনখ ব্যবহার করেছিলেন ছত্রপতি শিবাজী। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে ব্রিটেন থেকে ফিরিয়ে আনা হচ্ছে মারাঠা সম্রাট ছত্রপতি শিবাজীর সেই বাঘনখ।
হাতবদল হয়ে ইংল্যান্ডে চলে গিয়েছিল সেই ঐতিহাসিক বাঘনখ। লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামে সেটি প্রদর্শিত হয়। সেখান থেকে ভারতে ঐতিহাসিক ‘বাঘনখ’ ফিরিয়ে আনার জন্য মউ স্বাক্ষরিত হবে। আর সব ঠিকঠাক থাকলে চলতি বছরের মধ্যেই ভারতে ফিরে আসবে ‘বাঘনখ’।