শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার পেলেন ডা: দীপ্যমান গঙ্গোপাধ্যায়
২০২২ সালের শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার পেলেন ডা: দীপ্যমান গঙ্গোপাধ্যায়।
September 11, 2023
|
< 1 min read
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চার দশক পর চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত বিশেষ অবদানের জন্য ২০২২ সালের শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার পেলেন বাঙালি চিকিৎসক দীপ্যমান গঙ্গোপাধ্যায়। করোনাকে হারাতে প্লাজমা থেরাপিকে হাতিয়ার করেছিলেন চিকিৎসকরা। প্লাজমা থেরাপির নেপথ্য কারিগর ছিলেন বাঙালি চিকিৎসক-গবেষক দীপ্যমান গঙ্গোপাধ্যায়।

বিজ্ঞান গবেষণা ক্ষেত্রে দেশের সর্বোচ্চ শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার পেলেন দীপ্যমান গঙ্গোপাধ্যায়। তিনি এখন ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজিতে গবেষণা করছেন। রহড়া রামকৃষ্ণ মিশনের প্রাক্তনী কলকাতা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস উত্তীর্ণ হয়েছিলেন।