হিন্দুত্বের লড়াইয়ে পিছিয়ে নেই কংগ্রেসও, চলবে বাল্মিকী ও কৌশল্যার প্রচার

কংগ্রেস শাসিত ছত্তিশগড়ে বাল্মিকী এবং কৌশল্যার পদধূলির প্রচার করছেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল

August 4, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

হিন্দুত্বের লড়াইয়ে পিছিয়ে থাকতে নারাজ কংগ্রেস। তাই আগামী ৫ আগস্ট অযোধ্যায় রামমন্দিরের ভূমি পুজো ইস্যুতে যেমন বিজেপি ও তার গৈরিক বাহিনী ব্যাপক উন্মাদনা তৈরি করছে, ঠিক একইভাবে রামায়ণের রচয়িতা বাল্মিকী ও রামের মাতা কৌশল্যার মাহাত্ম্য প্রচারে নেমেছে কংগ্রেস। মধ্যপ্রদেশে কমল নাথ যেমন আজ মঙ্গলবার হনুমান চালিশা পাঠের আয়োজন করে দৃষ্টি আকর্ষণ করতে তৈরি, তেমনি কংগ্রেস শাসিত ছত্তিশগড়ে বাল্মিকী এবং কৌশল্যার পদধূলির প্রচার করছেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। প্রায় ১৬ কোটি টাকা খরচ করে বিশেষ প্রকল্প হাতে নেওয়ার কথাও উল্লেখ করেছেন তিনি।

পরের পর ট্যুইট করে মুখ্যমন্ত্রী বাঘেল বলেছেন, ছত্তিশগড়ের পবিত্র ভূমিতে কেবল রামের মাতা কৌশল্যার জন্মই হয়নি। ঋষি বাল্মিকীও এখানেই আশ্রম তৈরি করে সাধনায় মগ্ন ছিলেন। কথিত আছে, ছত্তিশগড়ের তুরতুরিয়ার সেই আশ্রমেই লব কুশের জন্মও হয়েছিল। রাজ্যের রাজধানী রায়পুরের কাছে ননিহাল চন্দখুরি গ্রামে কৌশল্যার মন্দির অক্ষত রেখে ১৫ কোটি ৭৫ লক্ষ টাকা খরচ করে রামবন গমন পথ প্রকল্প তৈরি হবে বলেও ঘোষণা করেছেন তিনি। বলেছেন, পৌরাণিক সময়ের মতো করেই গড়ে তোলা হবে গোটা এলাকা। ফলে রাম নিয়ে দুই যুযুধান রাজনৈতিক দলের যুদ্ধ বেশ জমে উঠেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen