দুনিথের ঘূর্ণিতে দিশেহারা কোহলিরা, আপাতত বৃষ্টিতে বন্ধ IND vs SL ম্যাচ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পাক বধের কয়েক ঘন্টার মধ্যেই ফের বাইশ গজে নামতে হল রোহিতদের। টসে জিতে ব্যাটিং নিয়ে
মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে নয় উইকেট হারিয়ে ১৯৭ রান করেছে ভারত। তারপরই বৃষ্টি নামে, এখনও ভারতের ব্যাটিং ইনিংসের তিন ওভার বাকি রয়েছে। ক্রিজে রয়েছে অক্ষর প্যাটেল (১৫) ও মহম্মদ সিরাজ (২)।
এদিন শুভমন গিল ১৯ রানে ফেরার পর রোহিত শর্মা দলকে টানছিলেন। ৪৮ বলে ৫৩ রান করে রোহিতও ফেরেন দুনিথ ওয়ালেগের ঘাতক বলের শিকার হয়ে। এদিন রোহিত একদিনের ক্রিকেট দশ হাজার রান পূর্ণ করেন। তবে আজকের ম্যাচের সেরা আকর্ষণ হল দুনিথের ঘূর্ণি। ২০ বছরের বাঁহাতি অর্থোডক্স স্পিনার দুনিথ ওয়ালেগের ঘূর্ণিতে ঘায়েল ভারতের তারকা ব্যাটাররা।
রোহিত, গিল ছাড়াও বিরাট কোহলি, কেএল রাহুল এবং হার্দিক পান্ডিয়ার উইকেট নিয়েছেন দুনিথ। ৪৪ বলে ৩৯ রান করেন পাক ম্যাচের অন্যতম নায়ক রাহুল। চারিথ আসালাঙ্কা আজ হ্যাট্রিকের সুযোগ পেয়েছিলেন। পরপর দুই বলে তিনি বুমরা ও কুলদীপকে সাজঘরে পাঠান। ১৮ রানে পাঁচ উইকেট হারায় ভারত। তবে মিডিলওডার থেকে শুরু করে টেলেন্ডার, সকলেই আজ ব্যর্থ হয়েছেন। টানা তিনদিনের মানসিক ও শারীরিক ধকলে হয়ত কিছুটা ক্লান্ত ভারতীয় ব্যাটাররা।