খেলা বিভাগে ফিরে যান

হাঙ্গেরিতে ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপে ব্রোঞ্জ জয় পিংলার প্রণতির

September 13, 2023 | < 1 min read

ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপে ব্রোঞ্জ জিতলেন পশ্চিম মেদিনীপুরের পিংলার মেয়ে প্রণতি নায়েক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হাঙ্গেরিতে ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপে ব্রোঞ্জ জিতলেন পশ্চিম মেদিনীপুরের পিংলার মেয়ে প্রণতি নায়েক। বাংলার মুখ্যমন্ত্রী তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। ইন্টারন্যাশনাল জিমন্যাস্টিক্স ফেডারেশন আয়োজিত প্রতিযোগিতায়, অ্যারোবিক্স জিমন্যাস্টিক্সে ভল্ট ইভেন্টে গ্রিসের প্রতিযোগীকে টাইব্রেকারে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছেন প্রণতি। ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়ান গেমস, সেখানে যোগ দিতে হাঙ্গেরিতে থেকে ফিরেই চীনে যাবেন প্রণতি।

হাঙ্গেরিতে ভল্ট ইভেন্টের ফাইনাল ছিল ৯ সেপ্টেম্বর। সেখানে প্রথম ও দ্বিতীয় হন যথাক্রমে হাঙ্গেরির গ্রেটা মায়ার এবং চেক প্রজাতন্ত্রের অ্যালিস ভোকোভা। ভারতের প্রণতি নায়েক এবং গ্রিসের অ্যাথনসিয়া মেসিরির পয়েন্ট সমান হয়ে যায়। দু’জনেরই পয়েন্ট হয় ১২.৯৬৬। একই স্কোর হওয়ায় টাইব্রেকার হয়। ব্যাকওয়ার্ড সুকুহারা ভল্টে গ্রিসের প্রতিপক্ষকে হারিয়ে তৃতীয় হন প্রণতি।

TwitterFacebookWhatsAppEmailShare

#World Challenge Cup, #Pranati Nayak, #bronze

আরো দেখুন