এবছরের শেষে ফের টেট পরীক্ষা, কারা বসতে পারবেন পরীক্ষায়?

কারা এ বছর টেট দিতে পারবেন, কারা পরীক্ষায় বসতে পারবেন না, তা জানিয়েছেন পর্ষদ সভাপতি গৌতম পাল।

September 13, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
এবছরের শেষে ফের টেট পরীক্ষা, ফাইল চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১০ ডিসেম্বর ফের টেট পরীক্ষা নিতে চলেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। এক বছরের ব্যবধানে ফের হবে এই পরীক্ষা। কারা এ বছর টেট দিতে পারবেন, কারা পরীক্ষায় বসতে পারবেন না, তা জানিয়েছেন পর্ষদ সভাপতি গৌতম পাল।

দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত পরীক্ষা হবে। আগের বারের মতোই ওএমআর শিটের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে আগেরবারের ‘সফল মডেল’কে এবারও কাজে লাগাতে চাইছে পর্ষদ। টেটের জন্য ফর্ম ফিলাপ শুরু হয়ে যাবে বৃহস্পতিবার থেকেই। বৃহস্পতিবার সন্ধে ৭টার পর পর্ষদের ওয়েবসাইটেই মিলবে ফর্ম।

পর্ষদ আইনি জটিলতা এড়িয়ে নিয়োগ করতে চায়। সেই মতোই টেট পরীক্ষা নেওয়া হবে। যদিও তাতে আইনি জটিলতা আছে। শেষবার প্রাথমিক টেট পরীক্ষা যখন হয়, তখন পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছিলেন বিএড পাশরাও। কিন্তু তারপর সুপ্রিম কোর্টের নির্দেশ, বিএড পাশরা আর টেট পরীক্ষা দিতে পারবেন না। তাই এবারে আর বিএডদের টেট পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না। শুধুমাত্র ডিএলএড-সহ প্রাথমিক শিক্ষকতার জন্য প্রশিক্ষণপ্রাপ্তরা এবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন বলে পর্ষদ সূত্রে জানা গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen