এবার দক্ষিণেশ্বরে গড়ে উঠবে ‘শ্রীরামকৃষ্ণ মন্দির’
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার দক্ষিণেশ্বরে গড়ে উঠতে চলেছে শ্রীরামকৃষ্ণের মন্দির। বুধবার স্বামী অদ্বৈতানন্দজী মহারাজের জন্মতিথি উপলক্ষ্যের দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ মঠে শ্রীরামকৃষ্ণ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হল। রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দজী মহারাজ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এদিন বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তারপর দক্ষিণেশ্বরের মাহাত্ম্য আলোচনা করেন সন্ন্যাসীরা। ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। স্বামী ইশাব্রতানন্দজী মহারাজ দক্ষিণেশ্বরে এই শাখার দায়িত্বে থাকবেন। স্বামী শিবদীশানন্দজী সমাপ্তি সঙ্গীত পরিবেশন করেন।
রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ জি মহারাজ জানান, দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দিরের কাছে রামকৃষ্ণ মঠের মধ্যে এই মন্দির তৈরি হবে। মন্দিরটি দোতলা হবে। এখানে ৩০০ জন একসঙ্গে বসে প্রার্থনা করতে পারবেন। ঠাকুরের মর্মর মূর্তি স্থাপন করা হবে। তিনি জানান, এক ভক্ত জমি দান করেছিলেন। তারপর আরও কিছু জমি কিনে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ মন্দির তৈরির প্রস্তুতি আরম্ভ হয়।
স্বামী ভজনানন্দজী, স্বামী গিরিশানন্দজী, স্বামী বোধসরানন্দজী, দক্ষিণেশ্বর কালীমন্দির ট্রাস্টি কুশল চৌধুরী, কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা, বারাকপুরের পুলিস কমিশনার অলক রাজোরিয়া, সন্ন্যাসী ও ব্রহ্মচারীরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।