‘ইন্ডিয়া’ ‘ভারত’ হলে কী কী সমস্যা হতে পারে? কারা কোনও সমস্যায় পড়বেই না?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দেশের নাম বদলের গুঞ্জন জোরালো হতেই প্রমাদ গুণতে আরম্ভ করেছে আম জনতা। তাঁদের মনে একটাই সাওয়াল, তবে কি আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সব বাতিল? ফের লাইনে দাঁড়াতে হবে? দেশের সব পরিচয়পত্রে ইন্ডিয়া লেখা রয়েছে। সেক্ষেত্রে দেশের নাম ভারত হলে, ফের নতুন পরিচয়পত্র বানাতে হবে?
অনেকেই আতঙ্কে রয়েছেন নোটবন্দি নিয়ে কারণ টাকায় জ্বল জ্বল করছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র নাম। ইন্ডিয়া পাল্টে ভারত হলে, পুরনো নোটগুলো কি বাতিল হবে? আবার লাইনে দাঁড়িয়ে একটু একটু করে দিনের পর দিন পাল্টাতে হবে টাকা নাকি আস্তে আস্তে ব্যাঙ্ক পুরনো নোটগুলো তুলে নেবে?
.in ডোমেইনের ওয়েবসাইটগুলির ভবিষ্যৎ কী হবে? সেই প্রশ্নও মাথাচাড়া দিয়েছে। বর্তমানে সমস্ত সরকারি ওয়েবসাইটেই .in ডোমেইন ব্যবহার করা হয়। নাম পরিবর্তন হলে ওয়েবসাইটগুলি কী কাজ করা বন্ধ করে দেবে? জল্পনা চলছে।
পাশাপাশি বিভিন্ন সংস্থা, রাষ্ট্রীয় সংস্থা, রাজনৈতিক দল, সংবাদপত্র, ক্রীড়া প্রতিযোগিতাগুলোর নাম কী হবে তা নিয়েও জোর চর্চা চলছে।
বিসিসিআই কি বিসিসিবি হবে বা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া কি স্টিল অথরিটি অফ ভারত হবে? LIC হয়ত LIB হবে বা IIT হবে BIT, ITC-কে হয়ত নাম পাল্টে BTC রাখতে হবে। তেমনই ইন্ডিয়ান ওয়েল হয়ত ভারত ওয়েলে পরিণত হবে। ইন্ডিয়ান ন্যাশনল কংগ্রেস ও কমিউনিস্ট পার্ট অফ ইন্ডিয়া যথাক্রমে ভারত ন্যাশনাল কংগ্রেস ও কমিউনিস্ট পার্টি অফ ভারত হয়ে উঠবে। CPI, CPB হলে ওপার বাংলার কমিউনিস্ট পার্টির সঙ্গে গোল বাঁধতে পারে।
ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে হয়ত নিজেদের নাম রাখবে ভারত এক্সপ্রেস, টাইমস অফ ভারত, ভারত টুডে।
আইপিএলের কী হবে? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকেই সংক্ষেপে আইপিএল বলা হয়। ইন্ডিয়া থেকে ভারত হলে সেটা বিপিএল হয়ে যাবে। বিপিএল নামে বাংলাদেশে ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ চলে! আইএসএল-র নাম হয়ত বিএসএল হয়ে যাবে। সর্বোপরি মোদীর স্বপ্নের মেক ইন ইন্ডিয়া কি মেক ইন ভারত হয়ে যাবে? তুঙ্গে জল্পনা।
এবার বরং দেখে নিই কাদের নাম বদল হবে না…
প্রথমেই চলে আসে দেশের শাসক দলের কথা, বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি। তাদের নাম বদলের প্রশ্নই ওঠে না। মোদীর সাধের ট্রেন বন্দে ভারত, তার নামও পাল্টাতে হবে না। পেট্র পণ্যের সংস্থা ভারত পেট্রোলিয়াম, টেলিকম সংস্থা বিএসএনএল, ডিজিটাল লেনদেন সংস্থা ভারত পে, ভারী বৈদ্যুতিন জিনিস নির্মাণ সংস্থা ভেল, কারও নামই বদল করতে হবে না। দেশের সর্বোচ্চ পুরস্কার ভারতরত্ন, সেটির নামও পাল্টাতে হবে না।