পরিবেশ রক্ষায় ‘গো গ্রিন ইনিশিয়েটিভ’ নামে নয়া উদ্যোগ কলকাতায়

পরিসংখ্যান বলছে, শহরে গাছের সংখ্যা কমে গিয়েছে। তাই নয়া উদ্যোগ নিল কলকাতা পুরসভা।

September 14, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিগত বেশ কয়েক বছরে একাধিক ঘূর্ণিঝড়ের তাণ্ডব হজম করেছে কলকাতা। আয়লা, ফণী বা আমফান ছাড়াও ঝড়, বৃষ্টি, কালবৈশাখীর দাপট রয়েছে। ঝড়ের কারণে ভেঙে পড়েছে একাধিক গাছ। পরিসংখ্যান বলছে, শহরে গাছের সংখ্যা কমে গিয়েছে। তাই নয়া উদ্যোগ নিল কলকাতা পুরসভা। পরিবেশ রক্ষা করতে বাড়িতে বাড়িতে গাছের চারা লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। যদি কোনও নাগরিক নিজের জমিতে বা বাড়িতে গাছ লাগাতে চান, তাহলে শুধু ফোন করতে হবে কলকাতা পুরসভায়। আর গাছ কিনতে নার্সারিতে যেতে হবে না। কর্পোরেশন তরফে দুটি নাম্বার দেওয়া হয়েছে। সেখানে ফোন করলেই গাছের চারা বাড়িতে পৌঁছে দিয়ে যাবেন পুরকর্মীরা। এই অভিনব উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘গো গ্রিন ইনিশিয়েটিভ’।

কলকাতা পুরসভার ফেসবুক পেজ এবং অফিশিয়াল ওয়েবসাইটেও দিয়ে দেওয়া হয়েছে সমস্ত বিস্তারিত তথ্য ও বিবরণ। সেই সঙ্গে দেওয়া হয়েছে ফোন নম্বর। এই নম্বর দুটি হল ৯৬৭৪২৭৯৮০৫, ৯৮৩০৬৮২৮০৯। কোন কোন বাড়িতে গাছ লাগানো হচ্ছে সেই তথ্য জমা থাকবে পুরসভার কাছে। ঠিক করে গাছের যত্ন নেওয়া হচ্ছে কিনা, সঠিকভাবে পরিচর্যা হচ্ছে কিনা। নির্দিষ্ট সময় অন্তর গাছের খোঁজ নেবেন পুর কর্মীরা। সব মিলিয়ে মহানগরকে আরও সবুজ করে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen