কলকাতা বিভাগে ফিরে যান

২০২৪ সালের জানুয়ারিতে ফের শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব

September 16, 2023 | < 1 min read

দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর ফের শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। ফাইল ছবি। সৌজন্যে: kicff

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অতিমারী পরিস্থিতির জন্য দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর ফের আগামী বছরের শুরুতে অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারিতে কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের আয়োজন করতে চলেছে পশ্চিমবঙ্গ শিশু কিশোর আকাদেমি। দশম বছরে পা দেবে এই ফিল্ম ফেস্টিভ্যাল।

রাজ্যের তথ্য সংস্কৃতি বিভাগ এবং শিশু কিশোর আকাদেমির আয়োজনে বুধবার থেকে শুরু হল ছোটদের বইমেলা, শিশু সাহিত্য উৎসব এবং বিজ্ঞান মডেল প্রদর্শনী। সেখানেই শিশু কিশোর আকাদেমির চেয়ারপার্সন অর্পিতা ঘোষ জানান যে কোভিডের জন্য বিগত কয়েকবছর বন্ধ থাকার পর আগামী বছর জানুয়ারি মাসে ফের কলকাতা ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করা হবে। আগামী দিনে এই উৎসবের নির্ঘন্ট আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

প্রসঙ্গত, শেষবার ২০২০ সালে কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব হয়েছিল নন্দন চত্বরে। সেবার ছিল নবম উৎসব।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata International Children’s Film festival, #KICFF, #Nandan

আরো দেখুন