কেমন থাকবে আজ রাজ্যের আবহাওয়া? জেনে নিন
আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে
September 17, 2023
|
< 1 min read
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে। অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা সংলগ্ন উপকূলে তৈরি হবে একটি ঘূর্ণাবর্ত। যার ফলে সোমবার থেকে বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টি হবে উপকূলের জেলাগুলিতে।
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কোনও জেলাতেই নেই।