স্পিনারদের স্বর্গরাজ্যে সিরাজের দাপট, ৫০-এ গুটিয়ে গেল শ্রীলঙ্কা

স্পিনারদের স্বর্গরাজ্যে সিরাজের দাপট, ৫০-এ গুটিয়ে গেল শ্রীলঙ্কা

September 17, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ফাইনাল না, রীতিমতো ছেলেখেলা চলল। ৫০ রানের শেষ হল শ্রীলঙ্কা। মাত্র ৫১ রান করলেই এশিয়া সেরার শিরোপা জিতবেন রোহিতরা। বৃষ্টির চেয়েও দ্রুত পতন হল শ্রীলঙ্কার। ষোলোতম ওভারের শুরুতেই গুটিয়ে গেল শ্রীলঙ্কার ইনিংস। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামকে বলা হয় স্পিনারদের স্বর্গরাজ্য। সেখানে এক পেসার দাপট দেখালেন! মহম্মদ সিরাজকে খেলতে ল্যাজে-গোবরে অবস্থা শ্রীলঙ্কার ব্যাটারদের। সিরাজ একাই নিলেন ৬ উইকেট।

শ্রীলঙ্কা এর আগেও এমন ভরাডুবির কবলে পড়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তারা ২০১২ সালে মাত্র ৪৩ রানে গুটিয়ে গিয়েছিল। ১৯৮৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫৫ রানে শেষ হয়েছিল শ্রীলঙ্কার ইনিংস। আজ পঞ্চাশেই সাজঘরে ফিরলেন ব্যাটাররা। প্রথম ওভারেই ভারতকে সাফল্য এনে দেন জসপ্রীত বুমরাহ। বুমরাহর বলে লোকেশ রাহুলের দস্তানায় ধরে পড়েন কুশল পেরেরা। এদিন অনবদ্য বোলিং করেন সিরাজ। সিরাজ ৬ ওভারে ১৩ রান খরচ করে ৬টি উইকেট নিয়েছেন আজ। সিরাজের পেসের আগুনেই দাঁড়াতে পারলেন না লঙ্কান ব্যাটাররা। নিজের দ্বিতীয় তথা ম্যাচের চতুর্থ ওভারে ৪টি উইকেট তুলে নেন এই পেসার। তিনটি উইকেট পেয়েছে হার্দিক।

ষোলোতম ওভারের শুরুতেই পরপর ২ বলে ২টি উইকেট নেন হার্দিক পান্ডিয়া। ১৫.২ ওভারে হার্দিকের বলে ইশান কিষানের হাতে ধরা পড়েন মাথিসা পথিরানা। গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন পথিরানা। গোটা শ্রীলঙ্কা দল ৫০ রানে অল-আউট হয়ে যায়। জয়ের জন্য ভারতের দরকার মাত্র ৫১ রান।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন